আমাদের কথা খুঁজে নিন

   

''আমার বোল হারানো মহীনের ঘোড়াগুলি''

এই ঠিকানায় আর নেই, ফিরে আসবো কিনা জানিনা। জানা হয়নি কেমন আছে বিনীতা, বিএ পার্ট টু দিয়েছিলেম বটে হারিয়েছিলাম সামলে রাখা ফাউন্টেইন পেন। বলেছিলে, ভালবাসতে না জানলে নাকি জীবনের ষোল আনাই ফাকি। তুমি কি বেসেছিলে ভালো? তোমার কথা ভেবে আজ আমি হাসি। সাত পাঁচ ভাবনায় শুনেছিলে সুদিনের গল্প, দেখেছিলে কি সাত তালা বাড়িটায় পিকাসোর ছবি চুরি হয়েছিল একটু করে অল্প? আমার হিয়া কাঁপে, সেই প্রিয়া ক্যাফে আমার প্রিয়া ক্যাফেতে প্রাণটা কি যে ছাই চিন্তা করে তাই তুমি ছাড়া আজও শুন্য লাগে, দ্বন্দ্ব কাটে আসে ছন্দ দিয়েছিলে কেন ভালবেসে দণ্ড? শহরে উষ্ণতম দিনের দেয়া বৃষ্টি বিশ্বাসে উড়িয়েছিলাম সুতোয় বাঁধা সব লাল আর সাদা সব ঢ়ডডেন্ড্রন। রোজকের দশটা আর পাঁচটার জাতাকলে আজও দেখি ট্রামেদের সারিতে পুরনো মিছিলের প্রতিচ্ছবি। ফুটপাথ ঘেসা বেলুন গাড়ির সাথে পেরিয়ে পথ নিয়েছিলাম শত্রু হবার শপথ। মহীনের ঘোড়াগুলির আজ হাসির নিচে কান্না চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, শহরতলীর বোল হারিয়ে দুঃখ তবে আর না! _______________________________________ অ.টঃ বিরতিহীন ভাবে মহীনের ঘোড়াগুলি শুনতে শুনতে কিছু একটা লিখে ফেললাম। বেশ কয়েকটা গানের প্রতিফলন পাওয়া যাবে লেখায়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।