আমাদের কথা খুঁজে নিন

   

বৌ বাঁধা দেয় না, তবুও হয়ে ওঠে না....

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে। এক সময় খুব লাফালাম। বিয়ে বিয়ে করে মাথা নষ্ট। শেষ মেষ দিল্লিকা লাড্ডু গিল্লাম। স্বাদ যে খুব খারাপ তা না।

আবার যতটা কল্পনা করেছিলাম তাও না। যাই হোক, বিয়ের আগে ভাবছিলাম, আর কিছু না হোক একটা কথা বলার মানুষ পাব। কেউ একজন থাকবে যে আমাকে সব সময় ফিল করবে। দুটোই পেয়েছি। কিন্তু সমস্যা হল, বিয়ের পর থেকে অলৌকিক কারনে অফিসে কাজের চাপ বেড়ে গেছে।

ওর সাথে ঠিকমত কথা বলাই হয় না। এমনকি ফিরতেও দেরি হয়ে যায়। মন মানে না কিন্তু কাজ করতে হয়। সন্ধ্যার চা কফি দু তিনবার বানাতে হয় ওকে, আমি দেরিতে ফেরার কারণে। অনেক ব্যস্ততা।

তারপরেও সময় করে ব্লগে আসি। লেখা পড়ি। আমার বৌ বাঁধা দেয় না। কিন্তু তারপরেও কেন যেন কিছু লেখা হয়ে ওঠে না। সময়গুলো কত তাড়াতাড়ি কাটছে।

কতকিছু শেয়ার করার ইচ্ছে জাগে। কিন্তু সব ইচ্ছে যেন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। জানি না আমার মত আর কারও হয় কিনা? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।