আমাদের কথা খুঁজে নিন

   

২১ শে বই মলোয় আমার বই 'অস্পৃশ্য'

View this link ভালবাসা সে তো ভালবাসাই। ভালবাসায় কোন জাত বা দেশ বিভাজনের ঠাই নাই। স্বামীর নির্জাতন আর অবহেলায় অতিষ্ট হয়ে বেঁচে থাকার আশায় জ্যোতি ভালবাসে ভিন্ন ভাষা, ভিন্ন দেশের মানুষ সুর্যকে। ভিনদেশি প্রেমিকের টানে দেশের সীমানা ডিঙ্গিয়ে ছুটে যায়। সেখানে ভালবাসার শেষ পরিনতি দৈহিক সর্ম্পকের স্বীকৃতি পায়।

গর্ভবতী হয় জ্যোতি। এই সন্তানকে নিজের দেশে স্বপ্রতিষ্ঠিত করতে চায়। কিন্তুু দেশের আইনে এ সন্তানের কোন বৈধতা নেই। তাতে কি, সমাজে অবৈধ হলেও জ্যোতির কাছে শুদ্ধ হিসাবে বিবেচিত হয়। কিন্তু এর কোন যৌক্তিক ব্যাখ্যা নেই।

জ্যোতির কাছে ভালবাসাই বড় পরিচয় হয়ে দাঁড়ায়। সমাজ সংসারে যা কেবলই অস্পৃশ্য। তবু গর্ভবতী জ্যোতি অবৈধ সন্তানকে বৈধ হিসাবে প্রতিষ্ঠত করার যুদ্ধে অবতির্ন হয়। নিজেকে কেবলই একজন মা হিসাবে প্রতিষ্ঠিত করার, অদম্য চেষ্টাকে ঘিরে রচিত হয়েছে উপন্যাস অস্পৃশ্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।