ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষার্থী হওয়ার পর থেকেই দেখে আসছি সিনিয়রদের অনেকেই পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জব করেন।বিভিন্ন কোম্পানি হোক অথবা যেখান্ই হোক না কেনো।তারপর আরও সময় যাবার পর দেখলাম আমাদের সাথের অনেকেই জব শুরু করল।ফিন্যান্স এর পড়া প্রতিদিন পড়েই শেষ করতে পারিনা সেখানে জব কিভাবে সম্ভব ভেবেই চোখে আন্ধার দেখি।যারা জব নিয়ে ব্যস্ত হইল তাদের সিজিপি এর অবস্হা আবার তেমন ভালোনা।আবার যেখানেই করপোরেট বসরা সাক্ষাৎকার দেয় তারা বলে অভিজ্ঞতা অবশ্যই দরকার,অনেকে আবার বলে রেজাল্ট ও গুরুত্বপূর্ণ।জব তো আর মুখের কথা না।সারাদিন ক্লাস করে জব করলে পড়ুম কোন সময়।কোনটা আসলে করা উচিত,কোনটা উচিত না...তাই বুঝিনা...যারা এখন জব করতেছে তারা অবশ্যই আমার থেকে বেশি চালু হবে...কিন্তু আসলে যে কি করা উচিত তাই তো বুঝিনা....হয়ত এটা ভাবতে ভাবতেই বিবিএ শেষ করে ফেলব....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।