আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি রং বদলাতে পারেন ওদের মতো? (দুর্লভ ছবি ব্লগ) কমেন্ট বাধ্যতামুলক.......

ভালো থেকো বন্ধুরা এটি প্রজাপতি নাকি শুকনো পাতা? গাছের পাতার সাথে এমন ভাবে বিছাটা মিশে আছে যে আলাদা করে তাকে দেখায় যায় না। গঙ্গাফড়িংটি এমন ভাবে বসে আছে মনে হচ্ছে একটি ফুল। সাপটি নিজেকে বালির সাথে একাকার করে রেখেছে পানির নিজের বালির সাথে নিজের গায়ের রং মিলিয়ে নিয়ে প্রায় অদৃশ্য হয়ে গেছে। শুকনো নলখাগড়া জাতীয় ঘাস বনে নিজেকে লুকিয়ে রেখেছে সিংহটি। গাছের পাতার সাথে মিশে আছে সবুজ একটি গিরিগিটি।

গাছের শুকনো বাকলের সাথে নিজেকে মিশিয়ে নিয়েছে একটি পেঁচা ব্যাঙটি মিশে আছে তার পায়ের নিচের দাগগুলির সাথে। মথটি বালির সাথে নিজের পাখার রং আর নিজের গায়ের ফুটকুরির সাথে মিশে আছে। মাকড়সাটি ক্যামোফ্লেক্স হিসেবে ব্যাবহার করছে বালি। সবুজ পোকাটি সবুজ পাতার সাথে মিলে গেছে। গাছের ছালের আর গিরিগিটিটির গায়ের রং ও কারুকাজ ক্যামফ্লেক্স হিসেবে কাজ করছে।

এখানেও মাকড়সাটি বলির সাথে নিজেকে কি করে মিশিয়ে নিয়েছে দেখুন। নিচের নুড়ি পাথরের সাথে ব্যাঙগুলি মিশে আছে। মাছটি এমন ভাবে নিজের গায়ের রং এর সাথে নিজের চারপাশকে ব্যবহার করছে যে মাছটিকেই দেখা যাচ্ছে না। চিতাটির গায়ের কালো ফুটকুরি গুলি বনের শুকনো ডাল-পালা আর লতা-পাতার সাথে মিশে আছে। ব্যাঙটি পাতার সাথে এমন ভাবে মিশে গেছে যে তাকে আলাদা করে দেখাই কষ্টকর।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।