আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-সিলেট বাস ভাড়া সত্যি ই বিচিত্র !

এখনো বেঁচে আছি !!! ......... এই কয়েকমাস আগেও ঢাকা - সিলেট বাস ভাড়া(নন এসি) ছিল ২৫০ টাকা , তারপর তেলের দাম বাড়লো - হল ২৮০ টাকা , তারপর গ্যাসের দাম বাড়লো আবার বাস ভাড়া বেড়ে হলো ৩০০ টাকা , এরপর আবার গ্যাসের দাম বাড়লো সাথে ভাড়া বেড়ে হলো ৩৫০ টাকা , আবারো গ্যাসের দাম বাড়লো ভাড়া হলো ৪০০ টাকা , সর্বশেষ ৩০ ডিসেম্বর তেলের দাম বাড়লো এবং ভাড়া বেড়ে হলো ৪৪০ টাকা । গত ১ বছরে ২৫০ টাকার ভাড়া বেড়ে দাড়ালো ৪৪০ টাকায় !!!!! যতবার তেলের দাম বাড়ে তখন বাস ভাড়া বাড়ানো হয় এই বলে যে তাদের বাস নাকি তেলে চলে ! আবার যতবার গ্যাসের দাম বাড়ে তখন উনারাই বলেন তাদের বাস নাকি গ্যাসে চলে !!! সত্যি ই কি বিচিত্র সেলুকাস ! এইসব দেখার কি কেউ নেই , নাকি বাস মালিকেরা সরকারের আত্মীয় -স্বজন বলে কেউ দেখে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।