আমাদের কথা খুঁজে নিন

   

কবর রির্টান (জসিমউদ্দনের দাদুর ক্রসফায়ারে মৃত আত্মীয়ের স্মরণে)

তোর কী দাদু মনে আছে কথা আবুল হাইয়ের এই সে লোকের কবর এটা তোর দাদীমার ভাইয়ের যে লোক দাদু একটা সময় ছাত্র ছিল ভালো যার কারণে ভাবছি সবাই, দুনিয়া চমকালো সেই ছেলে তরুণ সময় কাদের সাথে চলে নামখানা তার লিখিয়েছিল সন্ত্রাসীদের দলে আজ একে সে মারে এতো কাল সে তা খায় নিজে এসব দেখে এই আমাদের কষ্ট ছিল কি যে যে ছেলেটা একটা কালে নেইনি হাতে সুইও কত্ত কি যে বুঝিয়েছিলাম জানতি যদি তুইও তার হাতে সব অস্ত্র কিযে নামের কত ধরন এসব ডেকেই এনছিল তার ললাটে মরণ এক ভোরে সে নিজের ছবি আনতে গেল ল্যাব-এ আচমকা সেই ষ্টুডিওতে হামলা করে -এ তাকে ধরে হাতে নাতে অস্ত্র ছিল গোজাই কোমর থেকে সেখানে হায় গুলিও ছিল বোজাই। তারপর আর কাহিনী কি লাগবে বলা আরো অন্য হাজার কাহিনতে মিলিয়ে নিতে পারো অস্ত্র উদ্ধারে তাকে সঙ্গে নিয়ে গেলে সেইখানে তার অনেক নাকি সঙ্গি সাথী মেলে তারা নাকি চেষ্টা করেছিল ছিলনাই নেবে সেই কারণে বাঁচতে গুলি করেছিল -এ সেই খানেই আরো কারো না লাগলে গুলি ঠিক লেগেছিল গুলি আবুল হাইয়ের বুকের দিক। তার মরনে হাসলো সবাই, মিষ্টি করে বিলি ক্যান যে দাদু এমন কথা স্মরণ করে দিলি? নাম শুনলে বুকের ভেতর কষ্ট আবুল হাই ক্যন তুমি যে এমন হলা বলতে পারো ভাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।