আমাদের কথা খুঁজে নিন

   

আমার তিন নাম্বার ঈদ আসতেছে.........

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির উন্নত শির...... আমার জন্ম দিন আসতেছে...!! আগে ভাগেই জানায় রাখলাম...সবার উইশ চাই...!! আর সাথে যদি আপনারা গিফট দিতে চান তো আমি না করতে পারব না!!আমি আবার মানুষের মনে কষ্ট দিতে পারি না!!! সবাইকে আগে থেকেই বইলা রাখতেছি...মনে ক্রায় দিতেছি...।। ভাবলাম ব্লগেও একটা পোস্ট দিয়া দেই!! আসলে মেইন উদ্দেশ্য এইটা না!!মেইন উদ্দেশ্য হইল পোস্ট দেয়া!!অনেক দিন ব্লগে আসতে পারি না!!!কারো খোজ খবর জানি না!! ভাইয়ারা আর আপুরা...কেমন আছেন সবাই?আপনাদের অনেক মিস করি...!!সময়ের জন্য ব্লগে আসা হয় না...আপনাদের লেখাও পড়তে পারি না...!! আমার জন্য দোয়া করবেন......!!! আর ভাল থাকবেন সবাই!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।