আমাদের কথা খুঁজে নিন

   

এই তত্তের সত্যতা পাওয়া যায়??

লোকে বলে 'দুঃখের পর সুখ আসে' বা 'সুখের পর দুঃখ আসে'. অর্থাৎ সুখ-দুঃখ দিন-রাতের মত আবর্তিত হয়। কিন্তূ কথাটি কি আদৌ সত্যি? না। সুখ-দুঃখ আবর্তিত হয়না, আবর্তিত হয় শুধু অনুভূতি। অর্থাৎ দুঃখ সইতে সইতে এক সময় যখন দুঃখের মাত্রা কমে তখন সুখানুভূতি হয়। ঠিক তেমনি, সুখে থাকতে থাকতে সামান্য দুঃখেও মনোবেদনা তৈরি হয়।

বেপারটি উচ্চবিত্ত পরিবারে দেখা যায়। আত্মহত্যার প্রবণতা এই শ্রেণীর মাঝেই বেশি পরিলক্ষিত হয়। অথচ মনে করা হয় যে তারাই সুখে আছে। একটি হত দরিদ্রকেও আপনি প্রাণখোলা হাসি হাসতে দেখবেন। তাই বলে আমি বলছিনা যে উচ্চবিত্তরা তুলনামুলক অসুখী।

দরিদ্রতা আর দুঃখকে সমার্থক মনে করা হয় তাই ধনীদের দুঃখটা প্রমান করতে হলো। ছোট-বড়, ধনী-দরিদ্র, নারী-পুরুষ সব শ্রেণীর ক্ষেত্রে আমার এই তত্তের সত্যতা পাওয়া যায়। অর্থাৎ, এক শ্রেণীর সাথে অন্য শ্রেণীর এক জীবনের সুখ-দুঃখের হার সমানুপাতিক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।