আমাদের কথা খুঁজে নিন

   

♪♪ যুক্তিহীন কয়েকটি কুসংস্কার

১) ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। আর বাম হাতের তালুচুলকালে বিপদ আসবে। ২) নতুন বউকে নরম জায়গায় বসতে দিলে মেজাজ নরম থাকবে। ৩) অনুপস্হিত কাউকে নিয়ে কথা বলার সময় , হুট করেোরেশে চলে আসলে , কেউ কেউ বলে উঠে ” তোর হায়াত আছে। ” কারণ একটু আগেই তোর কথা বলছিলাম।

৪) পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে। ৫)বাড়ী থেকে কোথাও জাওয়ার উদ্দেশে বেড় হলে সে সময় বাড়িরকেউ পেছন থেকে ডাকলে অমঙল হয়। ৬) রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই। ৭) বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে।

৮) জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হবে । ৯) ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে। ১০) ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেলতে বলা হয়, এবং সঙ্গে এই মন্ত্র বলতে শিখানো হয়, “ইঁদুর ভাই, ইঁদুর ভাই, তোর চিকন দাঁত টা দে, আমার মোটা দাঁত টা নে। ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।