১৬ ম্যাচে ১২টি জয় এবং দুটি করে ড্র ও হার নিয়ে শেখ রাসেলের ৩৮ পয়েন্ট।
রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সংগ্রহ ৩১ পয়েন্ট। তারা ৯টি ম্যাচ জিতেছে, চারটি ড্র করেছে এবং তিনটি হেরেছে।
২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে আবাহনী লিমিটেড। ২৬ পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান চতুর্থ।
এক পয়েন্ট কম নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড পঞ্চম হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (১৯ পয়েন্ট) ষষ্ঠ, ফেনী সকার ক্লাব (১২ পয়েন্ট) সপ্তম, ব্রাদার্স ইউনিয়ন (১১ পয়েন্ট) অষ্টম ও আরামবাগ ক্রীড়া সংঘ (৯ পয়েন্ট) নবম হয়েছে। পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকায় তিন দশক পর দেশের সর্বোচ্চ লিগ থেকে অবনমন হয়েছে আরামবাগের।
১১টি গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা মোহামেডানের ঘানার স্ট্রাইকার ওসই মরিসন। লিগের একমাত্র হ্যাটট্রিকও তার।
বিজেএমসির গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা ৯টি, আবাহনীর স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি ও শেখ জামালের নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা ৭টি করে এবং শেখ রাসেলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি, ফরোয়ার্ড জাহিদ হোসেন ও হাইতির ফরোয়ার্ড সনি নর্দে ৬টি করে গোল করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।