অস্তিত্বের মাঝে অস্তিত্বহীন একজন আশঙ্কা জনকভাবে লক্ষ করা যাচ্ছে যে, শহরে অবস্থানরত কুকুরগুলোর লেজ সোজা হয়ে গেছে । এর কারনে বহুল ব্যবহৃত প্রবাদ ‘ কুত্তার লেজ সোজা হয়না ’ হুমকির মুখে পরেছে। আরও লক্ষ করা যাচ্ছে যে, কুকুর গুলোর অধিকাংশই গ্রাম থেকে আগত ।
বিশেষজ্ঞরা ধারনা করেছেন, এর পেছনে গ্রাম্য শেয়ালগুলোর কারসাজি থাকতে পারে । লেজ সোজা হয়ে যাওয়ার কারনে কুকুরেরা শেয়ালদেরকে আর ভয় দেখাতে পারছেনা।
আসলে সোজা লেজ দেখে শেয়ালেরা দলবদ্ধভাবে নতুন সঙ্গির খোঁজে আসছে । আর একসাথে এত শেয়াল দেখে কুকুরেরা মানুষের বাড়ির বারান্দায় আশ্রয় গ্রহন ছাড়া আর কোন উপায় খুঁজে পাচ্ছেনা।
আর এর কারনে বিপদে পরেছে মানুষ। বাবা কোন ছেলেকে বলতে পারছেনা, ‘তুই আর বদলালিনা। কুত্তার লেজ কি আর সোজা হয় ?’ ।
বন্ধু বন্ধুকে বলতে পারছেনা, ‘ ব্যাটা, তুই হইলি একটা কুত্তার লেজ। জীবনেও সোজা হইলি না’। কারন, ঠিক সেই মুহূর্তে হয়ত আগমন ঘটতে পারে কোন সোজা লেজ বিশিষ্ট কুকুরের ।
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এখন বাঁকা লেজ বিশিষ্ট কুকুরের দেখা পাওয়াই দুষ্কর । হয়ত আর কিছুদিন পরই বাঁকা লেজ বিশিষ্ট কুকুর দেখা কমিটি গঠন করা হতে পারে ।
কুকুরের লেজ নিয়ে নতুন প্রবাদ রচনা ও হয়ত খুব বেশি দূরে নয় ।
কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে, কুকুরের লেজ সব সোজা হয়ে শেষ হয়ে গেলেও শহরের মানুষগুলো এখনও সোজা হল না।
বিশেষ দ্রষ্টব্যঃ লেখাটা অনেক আগে লেখা । যার কারনে, ইতমদ্ধে যদি কুকুরের লেজ আবার বাঁকা হয়ে যায় তবে লেখক দায়ী নয়।
আরও উল্লেখ করা যাচ্ছে যে, ইহা লেখকের রম্য লেখার একটি অপচেষ্টা মাত্র ।
আদতে ইহা কিছুই হয়নাই ।
আশঙ্কা জনকভাবে লক্ষ করা যাচ্ছে যে, শহরে অবস্থানরত কুকুরগুলোর লেজ সোজা হয়ে গেছে । এর কারনে বহুল ব্যবহৃত প্রবাদ ‘ কুত্তার লেজ সোজা হয়না ’ হুমকির মুখে পরেছে। আরও লক্ষ করা যাচ্ছে যে, কুকুর গুলোর অধিকাংশই গ্রাম থেকে আগত ।
বিশেষজ্ঞরা ধারনা করেছেন, এর পেছনে গ্রাম্য শেয়ালগুলোর কারসাজি থাকতে পারে ।
লেজ সোজা হয়ে যাওয়ার কারনে কুকুরেরা শেয়ালদেরকে আর ভয় দেখাতে পারছেনা। আসলে সোজা লেজ দেখে শেয়ালেরা দলবদ্ধভাবে নতুন সঙ্গির খোঁজে আসছে । আর একসাথে এত শেয়াল দেখে কুকুরেরা মানুষের বাড়ির বারান্দায় আশ্রয় গ্রহন ছাড়া আর কোন উপায় খুঁজে পাচ্ছেনা।
আর এর কারনে বিপদে পরেছে মানুষ। বাবা কোন ছেলেকে বলতে পারছেনা, ‘তুই আর বদলালিনা।
কুত্তার লেজ কি আর সোজা হয় ?’ । বন্ধু বন্ধুকে বলতে পারছেনা, ‘ ব্যাটা, তুই হইলি একটা কুত্তার লেজ। জীবনেও সোজা হইলি না’। কারন, ঠিক সেই মুহূর্তে হয়ত আগমন ঘটতে পারে কোন সোজা লেজ বিশিষ্ট কুকুরের ।
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এখন বাঁকা লেজ বিশিষ্ট কুকুরের দেখা পাওয়াই দুষ্কর ।
হয়ত আর কিছুদিন পরই বাঁকা লেজ বিশিষ্ট কুকুর দেখা কমিটি গঠন করা হতে পারে । কুকুরের লেজ নিয়ে নতুন প্রবাদ রচনা ও হয়ত খুব বেশি দূরে নয় ।
কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে, কুকুরের লেজ সব সোজা হয়ে শেষ হয়ে গেলেও শহরের মানুষগুলো এখনও সোজা হল না।
বিশেষ দ্রষ্টব্যঃ লেখাটা অনেক আগে লেখা । যার কারনে, ইতমদ্ধে যদি কুকুরের লেজ আবার বাঁকা হয়ে যায় তবে লেখক দায়ী নয়।
আরও উল্লেখ করা যাচ্ছে যে, ইহা লেখকের রম্য লেখার একটি অপচেষ্টা মাত্র । আদতে ইহা কিছুই হয়নাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।