আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ বালিকার উপাখ্যান....

আমি জন্মগত ভাবেই একজন উৎকৃষ্ট পাঠক । তবে একাকীত্ব কাটানোর জন্য মাঝে মাঝে নিকৃষ্ট মানের লেখাও লিখি । বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ভালবাসি তোমায় ! তোমার সাথে সারাটি জীবন- থাকতে দেবে আমায় ? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বললে তুমি হ্যা ! বৃষ্টি পড়ে সারা দুপুর ! আমার খুশি আর দেখে কে ? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান ! তোমার আমার বিয়ে হবে তাই ব্যাঙ গায় গান ! বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দিতে তোমায় সোনার নূপুর, এলাম যখন তালপুকুর- সেখানে ছিলে না তুমি, বসে ছিল এক কুকুর ! বৃষ্টি পড়ে সকাল দুপুর, থামার লক্ষণ নাই ! কল দিলে তোমায় ওয়েটিং পাই ! মেজাজ খারাপ ! ধুর ছাই ! বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান ! বুঝতে পারি এখন আমায় দেখলে ধর এখন ভাণ ! বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে সকাল দুপুর, একা বসে বৃষ্টিতে ভিজি, সঙ্গে থাকে একটি কুকুর । বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান ! কাল তোমার বিয়ে তাই ব্যাঙ গায় গান ! বৃষ্টি পড়ে টাপুর টুপুর, অনেক কষ্টে হাসি ! এখনো যে তোমায় ভীষণ ভালবাসি ! বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান ! কেন করলে তুমি এভাবে আমার ভালবাসার অপমান ? (লেখার সময়কালঃ অগাষ্ট, ২০১২ ইং)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।