আমাদের কথা খুঁজে নিন

   

কাগজের ঠোঙার ওজন কত?

Nothing goes unpaid দোকানিকে বললাম, ভাই,এক কেজি আপেল আর এক কেজি আংগুর দেন। দোকানি যাতে পচা ফল গছিয়ে দিতে না পারে সে জন্য আমি নিজে হাতে নিয়ে দেখে তারপর দোকানিকে দিলাম প্যকেট করার জন্য!! মনে মনে খুশি হলাম যাক আজকে পচা ফল নিয়ে ঠকি নাইক্কা!!(আমি কিছু কিনতে গেলেই হয় পচা ,নয় দাম বেশী। একভাবে না একভাবে ঠকে যাই) আম্মার হাতে প্যাকেট দিয়ে বললাম ,আম্মা আজকে ভাল ফল এনেছি। আজকে ঠকি নাই।কোন পচা ফল নাই।হা হা হা!!! একটু পর আম্মা কাগজের ঠুঙা দুটা হাতে দিয়ে বলল, দেখতো এগুলা এত ভারি কেন? দেখি, ঠোঙার তলাটা মোটা কাগজ ভাজ করে বেশ পুরু করা হয়েছে!!!মেপে দেখি ঠুঙা দুটার ওজন ২২৫ গ্রাম!!! ঠকানোর এ রকম ডিজিটাল সিসটেম দেখে পুরা টাশকি খায়া গেলাম! কে বলে বাঙালির মাথায় বুদ্বি নাই!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।