আমাদের কথা খুঁজে নিন

   

জমে থাকা তুষারের মাঝে

অপ্রয়োজনে অনেক কথা বলে যাই, কিন্তু বলা হয়না আরো অনেক বেশী কথা- অনেক আপন মানুষদেরকে। তাইতো, এই খোলা চিঠি। হয়তো কারোর চোখে পরবে কোনদিন, যখন আমি থাকবোনা..... এক সন্ধ্যায়........। হিম-শীতল বাতাসে, শীতের চাদর গায়ে জড়িয়েছে গাছ। তাতে কিবা যায় আসে, শুকিয়ে যাওয়া পাতাদের- উড়তে তো মানা নেই। শুকনো পাতার নুপুর পায়ে ...... তুষারে ঢাকা এক বেন্চ....। নাম না জানা গাছে তুষারের চূড়া। ফলের ঝুরিতে জমেছে তুষার।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।