অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই দেশে আজ নানান ইস্যু। টিপাই বাঁধ, তিতাস ভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগের তান্ডব, যুদ্ধাপরাধী বিচারের সময়ে ছাগু সংক্রমন।
ব্লগ হলো বিকল্প গণমাধ্যম, তার মানে এখানে তো দেশের পরিস্থিতিরই প্রতিফলন হবার কথা। কিন্তু হচ্ছে টা কি?
কত ইস্যু রয়েছে লেখার, কিন্তু মনে হচ্ছে কি লাভ? কি হবে লিখলে? কি হবে ফলাফল? কম্পিউটারের সামনে বসে উত্তেজিত হবো, মস্তিষ্ক তপ্ত হবে, ধোঁয়া ঢুকে নাকে মুখে বের হবে। কিছু মন্তব্য পাবো, কিছু হিট পাবো।
সবশেষে ল্যাপটপ বন্ধ করে টয়লেটে যেয়ে হেগে ঘুমিয়ে পড়বো।
কালকে নতুন ইস্যু আসবে, সেই ইস্যু কেন্দ্র করে পুরানো ব্লগারগুলোই নিজ নিজ পজিশন নিবে। সিন্ডিকেট প্রধানের সিদ্ধান্ত অনুসারী গলা মেলাবে। বিরোধী মতের লেখায় ২টি যুক্তি ও ২২টি গালি। নিজ সিন্ডিকেটের লেখায় স্ততিবাক্যের ফ্লাডিং করবে কিন্তু লেখার সাইজ একটু বড় হলে পড়বেও না।
এটাই কি ব্লগিং? এর জন্যই কি বিকল্প গণমাধ্যমের উদ্ভব?
আমার উত্তর: না। এটা ব্লগিং নয়। ব্লগিং হবার কথা মেধা ও বুদ্ধিবৃত্তিক। এখানে সবাই তার মেধা ব্যবহার করে যুক্তি তুলে ধরবে। অন্যরা সেটা যাচাই করে মত দিবে।
এখানে সবাই মিলে জাতিয় সামাজিক ইস্যুগুলোর উপর গঠনমূলক আলোচনা করবে। যার ফলে সবাই মেধাভিত্তিক লাভবান হবে। শিক্ষা ও বুদ্ধি খাটিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ব্লগ।
কিন্তু হচ্ছেটা কি? সবাই চায় ব্লগে নিজেকে প্রতিষ্ঠিত করতে। এবং তার জন্য করণীয় হচ্ছে ভাল থেকে আরো ভালো মানের পোস্ট লেখা।
কিন্তু হচ্ছে অন্যরকম। সিন্ডিকেট গঠন করে প্রতিষ্ঠা হবার চেষ্টা চলছে চারদিকে। অচল মস্তিষ্কের ননক্রিয়েটিভ লোকজনদের কাজই হচ্ছে মেধা না খাটিয়ে বাইপাস ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষন। এবং এদেরই সর্বত্র বিচরন। এই ভাইরাসে আমি-আপনি সহ মোটামুটি সব ব্লগারই আক্রান্ত।
সবাই ছুটছে নিজ নিজ সিন্ডিকেট গঠনের লক্ষ্যে অথবা দৈনন্দিন জীবনের সাধারন কথামালা লিখে বন্ধুত্ব তৈরীর উদ্দেশ্যে।
সবাই চায় নিজের অবস্থান তৈরী করতে। প্রতিটি এলাকায় কিছু চিন্হিত নির্লজ্জ মূর্খ থাকে যাদের এলাকার বাচ্চা-বুড়ো সবাই ছ্যাচড়া বলেই জানে। মেধার অভাবে ওরা সবাইকে তোষামোদ করে নিজ অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। যেহেতু এদের কোন মেধা নেই, এরা জানে এরা একক সত্ত্বায় টিকে থাকতে পারবে না।
তাই প্রিমেটিভ উপায়ে দলবেঁধে চলাফেরা করে! এদের নাম হয়, বল্টু বা ঝন্টু।
তো কমিউনিটি ব্লগেও এমন থাকবে, ২-৩টা বল্টু-ঝন্টু থাকুক কিন্তু শতশত বল্টু-ঝন্টু একত্রিত হয়ে এরাই যদি মূল ধারায় চলে আসলে তো হবে না! এদের হাতে যেকোন মহৎ উদ্দেশ্যই লাণ্ছিত হবে। এরা কোন ইস্যুতেই ফ্রুটফুল আলোচনা করতে পারবে না।
বিকল্প গণমাধ্যম নামের দাবীদার একটি মূল ধারার ব্লগ যদি সমাজের সব বাতিল বস্তাপঁচা মেধাহীনদের আড্ডাখানায় পরিনত হয় তাহলে এই ব্লগে মেধা খরচ করে পোস্ট লেখার প্রয়োজনটা কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।