আমাদের কথা খুঁজে নিন

   

ভাব আসে ছন্দ আসে না::একটি কবিতার কাঁচামাল

ছন্দহীন জীবন বড়ই নীরস কবিতার নাম দেবো ভেবেছি 'আমাদের সব আয়োজন মৃতদের জন্য'। কিন্তু ছন্দ মনে হয় পালিয়ে গেছে। সাজাতে পারছি না। কী করা যায় বলুন তো দ্বারে দ্বারে ঘুরেও একটি ছেঁড়া লুঙ্গি জোটে না আতাহার আলীর অথচ দেখুন কবরটাতে লালসালুর কত আয়োজন তাড়াতাড়ি পড়া শেষ কর বাতি নিভিয়ে ঘুমিয়ে পড় এই বাড়তি দামে এত তেল কিনে কুলাতে পারবো না —রাত আটটা বাজতেই তাড়া দেন সুমনার মা কিন্তু আরো অন্তত ঘণ্টাখানেক না পড়লে কালকের পরীক্ষা ভালো হবে না সুমনাদের কুঁড়েঘরে বিজলিবাতির ব্যবস্থা নেই অথচ দেখুন মাজারে হাজারো বাতির ঝলক সড়কদ্বীপে ঝাঁকার ভেতরে ইলিশঘুম দিচ্ছে ঘরহীন বনি আদম কাওরানবাজারের এই পরিস্থিতির সময় দেখুন এই কবরটা কত দামী পাথরে বাঁধানো অক্সিজেন আর ছায়ার অভাবে হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য কোনো বৃক্ষ নেই অথচ গোরস্তানটা কী চমৎকারভাবে সবুজে ঘেরা মৃতেরা কাপড় আলো গাছ কিংবা ঘর—কিছুই চায় না দোয়ার কাঙাল এই মৃতদের জন্য হাত তোলার সময় না থাকলেও যে শোষকের মৃত্যু এই মুহূর্তে দরকার তার দীর্ঘাযু আর সুস্থতার জন্য দেখুন প্রার্থনা চলছে অবিরাম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।