আমাদের কথা খুঁজে নিন

   

সেই এলেই যখন, এতো দেরী করে কেন এলে!!!

রিকশাও তেল খায়...আর মানুষ তো মানুষই মুহাম্মদ জাফর ইকবালের কলাম, প্রসঙ্গঃ টিপাইমুখ বাঁধ পুরো পাকিস্তান আমলটাই খারাপ ছিল। আর ১৯৭১ এর ফেব্রুয়ারি থেকেই বুঝা যাচ্ছিল অবস্থা ভয়াবহ। পাকিস্তানি বাহিনী এ দেশে রক্ত গঙ্গা বইয়ে দিতে পুরোদমে প্রস্তুত। এমতাবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব চাইলে তো আরও কিছুদিন দেরী করতেই পারতেন। কোন ঝামেলায় না গিয়ে, পশ্চিম পাকিস্তানিদের মন যুগিয়ে যদি পূর্ব পাকিস্তানের কোনও দাবী আদায় করে নেওয়া যায়!! ১৯৭১ এর ২৬ শে মার্চ, পাকিস্তান বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর দিয়ে নরক বইয়ে দিয়েছে।

প্রতিবাদ করা দূরে থাকুক, সাধারন বাঙ্গালীরা নির্বিচার গুলিবর্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। দেশের ভবিষ্যৎ কি হবে!! একজন সাধারন মেজর জিয়াউর রহমান তো ভাবতে পারতেন, দেখি না কোন দিকে যায় পরিস্থিতি; কি দরকার ছিল স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার উপরের উদাহরন দুটি দেওয়ার কারণ হচ্ছে, একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, যার সাথে দেশের স্বার্থ জড়িয়ে থাকে, সেই বিষয়ে সিদ্ধান্ত অথবা মত প্রকাশে কালক্ষেপন কতটা যৌক্তিক? কিন্তু কেউ কেউ করেন, কারণ তাঁদের দেশের স্বার্থের বিপরীতে ব্যক্তি স্বার্থের হিসেব-নিকেশও করা লাগে। বর্তমানে, টিপাইমুখ এর আলোচনা অনেকদূর এগিয়ে গেছে। সরকারে ব্যর্থতায়, আমরা আর কোন আশা দেখিনা যে ওই বাঁধ নির্মাণ বন্ধ হবে। বাঁধ নির্মাণ শুরু হয়ে গেছে কিনা তাও বলা সম্ভব না।

খোদ সরকারই যখন জানতে পারলনা কখন, কিভাবে বাঁধ নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়ে গেছে? আমি তো কোন ছাড়!! এখন বাঙ্গালী জাতি অপেক্ষা করছে গওহর রিজভি'র মুখের কথার ঈমান যাচাই করার জন্য, মহিউদ্দিনের ভাষ্য অনুযায়ী বরাক নদীর উপত্যকায় কি কি জাতের ঘাসের বাম্পার ফলন হয় তা দেখার জন্য। এমন সময় দিন-বদলের আশা নিয়ে প্রথম আলো তে প্রকাশিত হোল 'সর্বস্যার' মুহাম্মদ জাফর ইকবালের বহু আকাংখিত কলাম। তবে আমি ভীষণভাবে হতাশ। যেমন বড় পর্দায়, বিগ-বাজেটের একটি প্রতিবাদী লেখা আশা করেছিলাম, তার ধারে কাছেও নেই। বলিউডের 'জোর' সিনেমার মত পুরোই ফ্লপ।

তাও দেখি স্তুতিকারকরা বসে নেই, স্যার মহান লেখা দিয়েছেন, স্যার কত্ত বড় আণ্ডা পেড়েছেন বলে মুখের লাগাম ছুটিয়েছে। আমাকে কি দয়া করে কেউ বলবেন, এই মহান দিগ্বিজয়ি স্যারের লেখায় বাংলাদেশের ভাগ্যাকাশে কি পরিবর্তনটা হবে এখন!? কোন নতুন বিষয়বস্তু কি উনার লেখায় উঠে এসেছে, যা বাঙ্গালী জাতির অজানা ছিল এতদিন?? যদি বইমেলায় একইসাথে ১২ ফর্মার ৫টি নতুন বই প্রকাশ করতে পারেন; তাহলে এই সাধাসিধে কথাগুলো লেখতে উনার এতো দেরী হোল কেন?? মুহাম্মদ জাফর ইকবাল 'স্যার' একটা কথা বলি, আপনি এবং আপনার ভ্রাতাগণ যেই প্রতিভা নিয়ে জন্মেছেন, বাঙ্গালী জাতির সাহিত্য চর্চায় যুগ যুগ বেঁচে থাকবেন। আপনার বিরুদ্ধে লেখার কারণে আপনার অনুসারীরা আমার বিরাগভাজন হবে। কোন কৌশলী লেখার প্রদর্শনী নয়, বাঙ্গালীর সহজাত রাজনৈতিক দূরদর্শিতার বলে আপনার 'সুচতুর রাজনৈতিক কর্মকাণ্ডের' প্রতি প্রতিবাদ স্বরুপ আমার এই পোস্ট। সত্যি বলতে, আপনার দেশ-প্রেমী, তরুন সমাজের প্রতি দিক নির্দেশক বক্তব্যগুলো অনেক মূল্যহীন এবং তুচ্ছ মনে হয় ইদানিং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।