আমাদের কথা খুঁজে নিন

   

শোন গো দখিন হাওয়া

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... শচীন দেব বর্মনের গাওয়া শোন গো দখিন হাওয়া গানটা শুনলেই নাকি প্লাবনের মাল আউট হয়। আমারও তাই মনে হয় কারন আমারও মাল আউট হয়। এই গানটা শোনা মানে একটি উৎকৃষ্ট সংগমের পূর্নতৃপ্তি পাওয়া। সংগমে যেমন একবার পূর্নতৃপ্তি পাবার পরও আবার পাবার জন্য ইচ্ছে করে তেমনি এই গানটা বারবার শুনতে ইচ্ছে করে। গানটার ভিতর কি আছে যা একে অন্য সব গান থেকে আলাদা করেছে? সরলতা,স্বচ্ছতা,খোলামেলা, আপন হয়ে বলা।

এই চারটি গুন একে অন্যন্য করেছে। শোন গো দখিন হাওয়া/ প্রেম করেছি আমি/চোখেতে লেগেছে নেশা/ দিক ভুলেছি আমি। গানের কথাগুলো এরকম। বেশ সহজ সরল ভাষা। আবার একটা লোক তার প্রেমের কথা সবাইকে বলছে।

এটা হওয়ার জন্য একটা খোলামেলা ভাব চাই। আবার সে প্রেমে পড়ে, চোখে নেশা হওয়ার দিকভুল করছে। এরকম একটা স্পষ্ট, স্বচ্ছ ব্যাপার। এখানে গোপন করার কিছু নেই। আবার তুমি তোমার অনুভূতির কথা বলছো।

যাকে বলছো তাকে তোমার বেশ আপন হতে হবে। কারন আপন না হলে তোমার কোন ব্যাপার নিয়ে তাদের মাথা ব্যাথা থাকার কারন নেই। তাই বলা যায়, গানটার বিবৃতি বেশ আপন হয়ে দেওয়া বিবৃতি। অন্যদিকে শচীন দেব বর্মনের গলাটাও স্বতন্ত্ত্য। এ গলা আর কারো হবে না এ প্রায় বলে দেওয়া যায়।

তার গায়কির ধরন, উচ্চারন ইত্যাদি ইত্যাদি গানের কথার সাথে টক্কর দিয়েছে যে, কে বেশি ভালো। যতটুকু প্রয়োজন ছিলো ঠিক ততটুকুই পারিমানের মালমশলা আছে গানটাতে। এর ফলে যে সৌন্দর্যটা সৃষ্টি হয়েছে তা অনায়াসে মহাকালে যাওয়ার মতো শক্তি রাখে। গানটা এখন সবার। একার শচীন দেব বর্মনের নয়।

এটাই হলো গানটার বিশেষত্ব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।