আমাদের কথা খুঁজে নিন

   

" যুগের ক্লিওপেট্রা "

যীশু-খৃষ্টের জন্মের শত শত বর্ষ পূর্বে গ্রীক সভ্যতার ইতিহাস আমাদের সবার কম-বেশী জানা আছে । দার্শনিক এরিস্টেটল যুগের শেষার্ধে গ্রীক-মহাবীর আলেকজান্ডার মাএ ১৭ বছর বয়সে দ্বীক-বিজয়ে বের হন । বিজয়ের প্রারম্ভেই তিনি মিশর দখল করে নেন । মিশরে তিনি গ্রীক রাজশাসক করে নিযুক্ত করে ভারত মুখাভিজানে বের হয়ে যান । তখনকার সময়ে অখন্ড ভারত র্বষ ধন-দৌলতে র্পূনে সুসভ্য জাতির দুনিয়াজুড়ে খ্যাতি ছিল ।

খ্যাতি আর ধন দৌলতের মোহেই গ্রীক-বীর ভারত অভিজানে বেরিয়ে পড়েন । সব-চেয়ে আশ্চর্যের বিষয় তখনকার সময়ে বৃটেন এর মানুষ অসভ্য বর্বর জাতি হিসেবে পরিচিত ছিল । কিন্তু কালের আবর্তে আজ দুনিয়া জুড়ে ইংরেজরা জ্ঞান-গরিমা শিক্ষা-দীক্ষায় চিকিতসা-বিজ্ঞানে শীর্ষে । কিছুকাল আগেও বৃটিশ-রাজের সূর্য্য অস্ত যায়নি । যখন আমরা বা গ্রীকরা কাপড় পরিধান করতাম তখন ইংরেজরা গাছের ছাল লতা-পাতা বা পশুর চামড়া দিয়ে নিজেদের লজ্জা-স্হান নিবারন করত ।

মিশরে গ্রীক-রাজের বংশ-পরাম্পরায় মিশরের সম্রাজ্ঞীর ক্লিওপট্রোর জন্ম হয় । ক্লিওপেট্রোর মিশরের ক্ষমতা লাভের একটি ছোট্ট উপখ্যানাও আছে । ক্লিওপেট্রোর ছোটকাল থেকেই রানী হবার স্বপ্ন ছিল । কিন্তু হীতে বাধ সাধে তার নাবালক ছোট ভাই । ক্লিওপেট্রোর পিতার মৃত্যুর পর মিশরের রাজ পরিষদ বর্গ বাদশাহ হিসাবেই তারই ছোট ভাই-কেই মনোনীত করেন ।

কিন্তু ক্লিওপেট্রো জেদ ধরেন তাকে রানী বা সমাজ্ঞী মনোনীত করার । ক্লিওপেট্রোর জেদের কারনে রাজ-পরিষদ-বর্গ শর্ত জুড়ে দেন যদি তিনি তার ছোট ভাই-কে বিবাহ করেন তবে তিনি রানী হতে পারেন । শর্তটি নি:সংকোচে ক্লিওপেট্রো মেনে নেন । পরবর্তীতে ক্লিওপেট্রা ক্ষমতা নিষকংটক করার জন্য তারই প্রেমিক প্রবরের ঘাতক দ্বারা ছোট ভাইকে হত্যা করান । ইতিহাসে ক্লিওপেট্রার জীবনে বহু পুরুষের আগমন ঘটেছে , তন্মধ্যে রোমার বীর জুলিযাস সীজার, এন্টনী, হার্মাসীস উল্লেখযোগ্য ।

ক্লিওপেট্রা নিজের ক্ষমতা সুসংহত করার জন্য নিজের রুপ-কে কাজে লাগিয়েছেন বারংবার । ক্লিওপেট্রা রুপেও ছিলেন অসাধারন সুন্দরী । মিডিয়াতে ছোট্ট একটি সংবাদে এসেছে, জনৈক যুবলীগের নেত্রী ১৮ বছরের সংসার তাচ্ছিল্য করে হাকিমের সাথে পালিয়ে গেছেন । নেত্রীর স্বামীর বয়ান মতে তিনির স্ত্রী বহু প্রেমিক আসক্ত এবং উচ্চাভিলাসী হওয়ার কারনে নাবালক সন্তানদের রেখে পালিয়ে গেছেন । বা রুমানা ম্যাডামের শ্বাশুরের ভাষ্য মতে জানা যায় যে তিনির পুত্রবধূর উচ্চাভিলাসীর ও ইরানী প্রেমিক প্রবরের কারনে সৃষ্ট অবান্চিত ঘটনার জন্ম নেয় ।

এবং রুমানা ম্যাডাম নির্যাজিত হওযার কারনে বিভিন্ন সুত্র থেকে ৭৬ হাজার ডলার সংগ্রহ করেন । তারই ফলস্বরুপ... তিনি তার ছেলেকে জনমের মত হারান । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।