চুল সুন্দর, ঝলমলে ও মোলায়েম রাখতে সারা বছর চলে কতই না যত্ন-আত্তি। কিন্তু গোলটা বাধে শীতে এসে। রুক্ষ আবহাওয়ায় সেই চুলের সৌন্দর্য মাটি হওয়ার দশা। শুষ্কতার প্রভাব থেকে বাঁচিয়ে চুল ভালো রাখতে শীতে তাই চাই আলাদা যত্ন। এ প্রসঙ্গে বিউটি স্যালন ‘রেড’-এর রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল বলেন, শীতে ধুলার প্রকোপ বেশি।
মাথার তালু আর চুলে ধুলাবালি লাগলে তা ঝরে না গিয়ে আটকে থাকে। ফলে চুল আঠালো ও চটচটে হয়ে পড়ে, খুশকিও দেখা দেয়। তাঁর মতে, শীতে চুলের সব সমস্যা থেকে রক্ষা পাওয়ার মূলমন্ত্র হলো নিয়মিত চুল পরিষ্কার করা। এমনকি, গোসল প্রতিদিন করা সম্ভব না হলেও চুল ও মাথার তালু প্রতিদিনই আসলে শ্যাম্পু করে পরিষ্কার রাখা উচিত।
খুব সহজ ও মৌলিক কিছু উপায়ে শীতে চুল ভালো রাখা সম্ভব।
চুল পরিষ্কার বিষয়ে আফরোজা জানান, তৈলাক্ত চুল হলে সপ্তাহে দুই দিন আর স্বাভাবিক ও শুষ্ক চুলে রোজই কন্ডিশনার ব্যবহার করা উচিত শ্যাম্পুর পর। হট অয়েল ম্যাসাজ চুলের জন্য খুব উপকারী। চুল ও তালুতে কুসুম গরম তেল দিয়ে আধঘণ্টা পর ১০ মিনিট স্টিম নিয়ে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। হট অয়েল ম্যাসাজের ক্ষেত্রে তৈলাক্ত চুলের জন্য অলিভ অয়েল, শুষ্ক চুলে নারকেল তেল আর মিশ্র প্রকৃতির চুলে ও চুল পড়ার প্রকোপ থাকলে তিলের তেল নিন। পুরো রাঙানো বা হাইলাইটেড চুল হলে হেয়ার স্পা বা প্রোটিন ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন প্রতি ১৫ দিনে অন্তত একবার।
শুধু পরিষ্কারই নয়, চুলে ঔজ্জ্বল্য আনতে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত প্যাক ব্যবহার করুন। আপনার চুলের ধরন বুঝে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন চুলের প্যাক—
তৈলাক্ত চুলের জন্য মধু, পাকা কলা, টক দইয়ের মিশ্রণ প্যাক হিসেবে ব্যবহার করুন। মধু তালুর যত্নে খুব ভালো। এ প্যাক চুলে বেশ একটা কোমল ভাব এনে দেবে।
মিশ্র প্রকৃতির চুলের জন্য আমলা, বহেড়া, হরীতকী গুঁড়ার সঙ্গে টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন।
শুষ্ক চুল ও খুশকি থাকলে সরিষার খৈল, টক দইয়ের প্যাকে খুব উপকার পাবেন।
চুলে জেল্লা আনতে পাকা পেঁপে, পাকা কলা, মধু, টক দইয়ের প্যাক লাগান। তৈলাক্ত চুলের ক্ষেত্রে প্যাকে পাকা পেঁপে এড়িয়ে চলুন।
ধোয়া না থাকলে চুলে স্টাইল দেওয়াও দুরূহ। কোনো অনুষ্ঠানে যাওয়ার দিন নিতান্তই যদি চুল ধোয়া না থাকে, তবে ‘মুজ’ ব্যবহার করে চুলে একটা ‘ওয়েট লুক’ দিয়ে নিতে পারেন।
মনে রাখতে হবে, প্রতি ১৫ দিনে অন্তত একবার তৈলাক্ত চুলে প্যাক ব্যবহার করুন। আর শুষ্ক ও মিশ্র চুলে ১০ থেকে ১৫ দিন অন্তর একবার প্যাক লাগান। পরিষ্কার চুলের সঙ্গে সঙ্গে এভাবেই সঠিক যত্নে সুন্দর চুলে পার করুন পুরো শীত...................... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।