আমাদের কথা খুঁজে নিন

   

চার বছর পর জাতীয় হকি!

চার বছর পর শনিবার থেকে শুরু হচ্ছে ২৮তম জাতীয় হকি প্রতিযোগিতা। ১৫ জেলা, একটি বিভাগীয় দল, বাংলাদেশ ক্রীড়া শিা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চার সার্ভিসেস দল অংশ প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক আলমগীর কবির। তার কথায়, ‘সব আয়োজন প্রায় শেষ। এখন কেবল মাঠে গড়ানোর অপোয় জাতীয় হকি প্রতিযোগিতা। ’ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফ যেন প্রাণ ফিরে পেয়েছে।

১১ নভেম্বর ফেডারেশনে অ্যাডহক কমিটি আসার পর বিজয় দিবস টুর্নামেন্ট গড়িয়েছে। আরও একটি টুর্নামেন্ট গড়ানোর অপোয়। বিজয় দিবস টুর্নামেন্টে আবাহনীর কাছে হেরে শিরোপা হারাতে হয় সেনাবাহিনীকে। সামনেই জাতীয় হকি। শিরোপা মিশনে নেমেছে যেন সার্ভিসেস এই দলটি।

মঙ্গলবার টার্ফে গিয়ে দেখা গেল অনুশীলনে নেমে পরেছেন সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের হকি খেলোয়াড়রা। নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, ‘আগের চার বছর জাতীয় হকি সময় মতো হলে বেশ কিছু খেলোয়াড় পেত ফেডারেশন। চার বছর এই প্রতিযোগিতা না হওয়ায় ভাল মানের খেলোয়াড় পাওয়া থেকে বঞ্চিত হয়েছি আমরা। ’ ১৬ জেলা, বিকেএসপি ও চার সার্ভিসেস দল সাত গ্র“পে বিভক্ত হয়ে খেলবে।

১৫ জেলা হচ্ছে- ফরিদপুর, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, গাইবান্ধা, রাজশাহী, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, সাতীরা, যশোর, দিনাজপুর, টাঙ্গাইল, পটুয়াখালী, কুমিল্লা এবং একটি বিভাগীয় দল চট্টগ্রাম। বিকেএসপির সঙ্গে চার সার্ভিসেস দলগুলো হচ্ছে- বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও পুলিশ। খেলাগুলো লীগ পদ্ধতিতে হবে। পরে সুপার লীগ, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আলমগীর কবির বলেন, ‘জাতীয় হকি লীগ প্রতিযোগিতা নিয়ে এবার ব্যাপক আয়োজন করতে যাচ্ছি আমরা।

আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ট্রাস্ট ব্যাংক। প্রায় ১০ লাখ টাকা বাজেট ধরা হয়েছে এই প্রতিযোগিতায়। আশাকরি সুষ্ঠুভাবে প্রতিযোগিতা শেষ করতে পারবো। ’ ঢাকার বাইরে থেকে আসা খেলোয়াড়দের জনপ্রতি ২৩০ টাকা হারে খাবার খরচ দেয়া হবে বলেও আলমগীর কবির জানান। তার কথায়, ‘ঢকার বাইরে থেকে আসা খেলোয়াড়দের থাকার জন্য জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ১২টি এবং ফেডারেশনের ডর্মিটরিতে ২৪টি সিট পাওয়া গেছে।

বাকিদেরকে হোটেলে রাখার ব্যবস্থা করা হচ্ছে। ’ ২৫ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু করার কথা থাকলেও এনএসসিতে সিট না পাওয়া জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট দেরীতে শুরু করতে হচ্ছে বলেও জানান আলমগীর কবির। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।