আমাদের কথা খুঁজে নিন

   

উরে খুশি রে!! ডিগবাজি দিবার মন ছাইতাছে!!!

আমি অনেক ছোট একটা মানুষ। কয়েকদিন আমার প্রিয় সামুতে ঢোকা হয় নাই। আজকে ঢুইকা লগিন করতেই দেখি আমি সেফ হয়া গেছি! খুশিতে ডিগবাজি দিবার মুঞ্ছাইতেছে! সামুব্লগে এক সপ্তাহ পরে সেফ করার কথা। কিন্তু আমারে করল প্রায় ৩ মাস পরে। আমার মনে হয় কি জানেন? মডু ভাইএরা ইচ্ছা কইরাই এই কাজ করে, ব্লগাররা জানি একটু কেয়ারফুল হয়, এত কস্ট কইরা সেফ বানানো আইডিটা উলটা পালটা পোস্ট কইরা নস্ট করব না এইকারনে। জাউকগা, অনেক ফাও পেচাল পারছি। আমার খুশি আপ্নেরাও একটু শেয়ার করেন, একটু মিস্টিমুখ, থুক্কু, মিস্টিচোখ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।