আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারের ইমোটিকনের ব্যবচ্ছেদ( একশ ভাগ ফানপোষ্ট! )

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই আমরা অনেক রকম ইমো ব্যবহার করি, আসুন আজ জেনে নেই তাদের ব্যবহারের কারন ও ফলাফলে পাঠকের অনুভুতি! এছাড়াও বিশেষভাবে রয়েছে ইমোর মধ্যে সর্বাধিক ব্যবহৃত, পছন্দনীয়, অপছন্দনীয়, ইত্যাদি! , এই ইমো হাসির ইমো, যদিও এটি সাধারনভাবে একটি ইমোর প্রয়োজন মিটাতে ব্যবহৃত। যেমন, ''কোন ইমো নেই,'' ধরনের ধারনা উক্ত ইমো ব্যবহারে থাকে না। এই ইমো অনেক ক্ষেত্রে উৎসাহ প্রদানেও ব্যবহৃত হয়ে থাকে। ---------- এতে করে পাঠক আনন্দিত হয়, উৎসাহ পায়, অধিকাংশসময় ''কোন ইমো নেই'' বলে কোন ধরনের ধারনা থাকে না। , অতিশয় হাসি পেলে এই ইমো ব্যবহার হয়।

বিশেষত জোকস কিংবা মজার লেখা পড়ে অনেক্ষন হাসতে হাসতে কাহিল হয়ে পড়লে এর ব্যবহার লক্ষনীয়। ----------এই ইমো দেখলে পাঠকের দাত বের করে হাসির কথা মনে পড়বে! , এই ইমো অদ্ভুত সুন্দর, চোখঢাকা হাসির প্রতীক। এতে করে স্মার্টনেস, ও কুল ভাব দেখানো হয়ে থাকে হাসির সময়। তবে মতভেদে, হাসির সময় কেউ যেনো চোখ না দেখে ফেলে, তাই এই ইমো ব্যবহৃত। ----------এই ইমো পাঠকের ক্ষেত্রেও একইভাবে প্রভাব ফেলে ইমোদাতার মত।

, ইহার ব্যবহারে এককালে রোমান্টিক ভাব দেখানো হইতো। তবে আজকাল ভার্চুয়াল জগতে ঠাট্টার পর সেটা পাঠক যেনো বুঝতে পারে, তাই উক্ত ইমোর প্রয়োজন। তবে এই ইমো সর্বজনেই তাদের প্রিয়দের জন্য দিয়ে থাকেন। ----------এতে করে পাঠক আনন্দিত, অভিভুত হয়। তবে এই ইমো সবার কাছেই বিশেষভাবে সমাদৃত! , অতিশয় করুন কোন লেখা কিংবা অনুভুতি হলে, এই ইমো ব্যবহার হয়।

এ নিজের জন্য ও অপরের জন্য দুঃখ প্রকাশের জন্যও ব্যবহৃত হয়। -----------এতে পাঠকেরও দুঃখ পাওয়া উচিৎ, তবে কিছু ব্যাতিক্রমী পাঠক সত্যি সত্যি দুঃখিত বোধ করেননা। , এটা হল কান্না, অর্থাত অধিক দুঃখ সহ্য না করতে পেরে কান্না চলে আসা, বা করার বহিপ্রকাশ হিসেবে ব্যবহৃত। -----------এতে পাঠকেরও দুঃখ পায়, খুব কম ব্যাতিক্রম অনুভুতি হয় এতে। , রাগের কোন লেখার সর্বাংশ প্রকাশ হয় এই ইমো দিয়ে! ------------পাঠকের মনে চিন্তা হতে পারে কেন রেগে আছে লেখক? , এই ইমো কোন ব্যাপারে মধ্যবর্তি, কিংবা কিছু না বলার থাকলে দেয়া হয়! ------------তেমন কোন প্রভাব না ফেললেও অবস্থান বিবেচনায় এই ইমো পাঠককে তেমন দুশ্চিন্ত করেনা।

, অধিক রাগ, সাথে কুটিল বুদ্ধির পরিচায়ক এই ইমো! ------------পাঠকের মনে এই ইমো বিরক্তি ও রাগের সৃষ্টি করে। , চিৎকারের ইমো এটা। ------------কেউ চিৎকার করলে যা করতে হয়, পাঠক তাই করে! , জিব দেখানো, এটা করে মজা পাওয়ার ইমো! -----------পাঠকও জিব দেখিয়ে একহাত দেখে নেয়! , এটা অতিশয় অবাক হওয়ার ইমো। ----------পাঠক অবাক হওয়ার কারন খুজতে বের হয়ে যায়! , এটা কেলানো হাসির ইমো। -----------পাঠক দেখে কোন দাত মিসিং নাকি, থুক্কু, কেলাচ্ছে কেন।

, নিচে কিছু আচে বা হচ্ছে এর ইমো। -----------পাঠকও সেই দিকে তাকায়! , আকাশের দিকে অথবা উপরের দিকে তাকানোর ইমো। ------------পাঠকও সেই দিকেই তাকায়ি খুজতে থাকে কাঙ্খিত দেখার বস্তু! , ইহা অতি চমৎকার হাসির নমুনা। ------------কয়টা দেতে পোকা ধরেছে, না না, কেমন হাসি তা পাঠক পর্যবেক্ষন করে। , লজ্জিত, তবুও জিব দেখানো চাইই চাই, তাই এই ব্যবস্থা।

------------পাঠক বুঝে নেয় লজ্জা সত্তেও জিব দেখাচ্ছে। , অধিক লজ্জার ইমো। -------------পাঠক লজ্জারঘেতু খুজতে শুরু করে। , অবাক, সাথে কিছুই না বোঝার ইমো। -------------পাঠক বুঝাইবার জন্য প্রস্তুত হয়।

, শয়তানি হাসি দিবার ইমো। -------------পাঠকও অনুরুপ করে। , আসিতেছে, আসিতেছে ঘুম ভাব। -------------পাঠক কিছুটা হাসে। , ঘুমাইয়াই পড়ছে, এমন ভাবের ইমো।

-------------পাঠক মনে মনে বলে, ''যাও, ঘুমাও, ব্লগে কি?'' , কোন কারনে রুষ্ট হবার ইমো! -------------পাঠক রুষ্ট হবের হেতু খুজে। , ''চশমা দিয়ে দেখে বড়ই হাসিয়াছি'' ভাব। অন্যথায়, দুষ্টু হাসির প্রতীক। ------------পাঠকও অনুরুপ করে। , ''চশমা দিয়ে দেখেও বুঝলাম না,'' এর ইমো।

কিংবা এইটা কি হইলো এর ইমো। -------------পাঠক কিছুটা বিচলিত হয়! , জিব দেখানো সর্বোচ্চ ইমো, যেখানে মনের আশা সঠিকভাবে পুরন হয়। -------------পাঠকও জিব দেখায়। , ''পাইসিরে পইসি,'' এর ইমো। ------------পাঠক ও বুঝে পাইসো পাইসো বলে চিৎকার করে।

, একসাথে দুঃখ ও কষ্টে জর্জরিত, অন্যদিকে কিছুই বুঝে নাই, সেই রকম ইমো এটা। -------------পাঠক কারন দেখতে দেখতে হয়রান হওয়া যায়। , ''এইবার বুজছি'' এর ইমো। -------------পাঠকও খুশি হয়, বুঝাইতে পেরে। , পার্টি করা, বা কোন আনন্দ এর জন্য হাইফাইব দেয়ার মত।

একঅর্থে উৎসাহিত করার মত ইমো। -------------পাঠকও আনন্দে ভেসে বেড়ায় ব্লগের এই দিক থেকে ঐ দিকে। , ''হাসি আর থামেনা,'' এর ইমো, অথবা ''হাসতেই আছি'' এর ইমো। -----------পাঠকও হাসাহাসিতে ব্লগ কাপিয়ে দেয়! ************************************************** সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোসমূহ: সবচেয়ে বিরক্তিকর ইমো: সবচেয়ে লুলিয়(হাসলে খবর আছে) ইমোসমূহ: সবচেয়ে কিউট ইমোসমূহ(আমার মতে): সবচেয়ে বিপজ্জনক ইমো: সবচেয়ে দুঃখের ইমো: সবচেয়ে কম ব্যবহৃত ইমোসমূহ(আমার মতে): পছন্দনীয় ইমো: - ৫ ভোট - ৫ ভোট -২ ভোট - ১ ভোট - ১ ভোট - ১ ভোট - ২ ভোট - ১ ভোট - ৫ ভোট - ১ ভোট - ৩ ভোট - ১ ভোট - ১ ভোট - ২ ভোট - ১ ভোট - ২ ভোট - ১ ভোট - ১ ভোট - ২ ভোট অপছন্দনীয় ইমো: - ৩ ভোট -১ ভোট - ১ভোট - ৩ ভোট - ১ ভোট - ২ ভোট -১ ভোট - ১ ভোট - ১ ভোট - ১ ভোট - ২ ভোট পছন্দনীয় ও অপছন্দনীয় ইমোর জন্য ভোট দিন আপনারা, মন্তব্যে লেখে দিন আপনাদের পছন্দের ও অপছন্দের ইমো! যেই ইমো বেশি ভোট পাবে, সেই ইমো বসিয়ে দেয়া হবে যথাস্থানে। সাধু ও চলিত ভাষায় মিশ্রন করে লেখার জন্য অতিশয় দুঃখিত লেখক! সম্পুর্ন আমার মতে তৈরী এই ব্লগ, তাই কেহ বিটলামী করলে খবর আছে! ভালো থাকুন! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।