অফিসে বসে আছি, এমন সময় অফিসের পিয়ন ভাই (আমার চেয়ে বয়সে বড় তাই ভাই সম্ভোধন করি)বলল একটা খবর শুনছেন!!! প্রশ্নের ধরণ আর তার চেহারা দেখেই বুঝলাম সে আর্শ্চযজনক কিছু শুনাবে। তুমুল আগ্রহ মনে চাপা রেখে বল্লাম কই নাতো............ কি? ``চ্যানেল আই‘র প্রতিবেদনে দেখলাম প্রতি উপজেলায় নাকি দুইজন করে হিজড়া নিয়োগ দেয়া হবে!!! এইডা অইল....?`` (কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় শুনতে ভালই লাগল) আমি তো আকাশ থেকে নাকি আরও উপর থেকে পড়লাম বুঝতে পারলাম না। মনে মনে অস্ফুটস্বরে বললাম ইস আমি যদি প্রতিবন্ধী, উপজাতি, মুক্তিযোদ্ধার জেনারেশন, আনসার, মহিলা বা হিজড়া হতাম তাহলে এই অভাবের বাজারে কত্ত সহজে একটা ভাল চাকরি পেতাম!!! ইস.....আমি যদি হিজড়া হতাম। বি:দ্র: আমি কোন সূত্র দিতে পারবনা জাষ্ট শুনলাম আর সবার সাথে শেয়ার করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।