আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ সেলফোনের বিকল্প !!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ মোবাইল টেকনোলজীর আবির্ভাবে এবং সহজলভ্যতার কারণে এক সময়ের আভিজ্যাত্বের প্রতিক হাত ঘড়ি ব্যবহারে হ্রাস ঘটে। এখন ঘড়ি আর হাতে হাতে তেমন একটা দেখা যায় না। তাই ঘড়ির ব্যবসা যে মন্দাভাব চলছে, তা আর বলার অপেক্ষা রাখেনা। আমারই এক আত্মীয় তার ২ যুগের সৌখিন ঘড়ির ব্যবসা মাস তিনেক আগে বন্ধ করে দিয়েছেন। ঘড়ি ব্যবসার এই মন্দাভাব কাটাতেই ক্যাসিও (জাপান) নিয়ে আসছে এমনই অত্যাধুনিক একটি প্রযুক্তি।

জানা গেছে, ব্লু-টুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের তথ্য ক্যাসিও ঘড়িতে দেখে নেয়া যাবে। জি-শক জিবি-৬৯০০ মডেলের এ ঘড়িটি কম শক্তি ব্যবহারেই চলবে। ক্যাসিওর পক্ষ থেকে বলা হয়েছে, ঘড়ি থেকেই মোবাইলের সময় যেমন সেট করে নেয়া যাবে, তেমনি মোবাইলে কে কল করছে বা ইমেইল পড়া, এসএমএস পড়ার মতো কাজও করা সম্ভব হবে। ঘড়ি থেকে মোবাইলকে নিয়ন্ত্রণ করা, ভাইব্রেশন সেট করা ও এ্যালার্ম সেট করার কাজও করা যাবে। ব্লু-টুথ এলই প্রযুক্তি খুব কম শক্তিতে চলে বিধায় এ ঘড়ির ব্যাটারিও চলবে অন্তত ২ বছর।

প্রথমে ঘড়িটি ২০১১ সালের ডিসেম্বরে বাজারে আনতে চেয়েছিল ক্যাসিও। তবে থাইল্যান্ডে বন্যার কারণে তা সম্ভব হয়নি। চলতি বছরের ১৬ মার্চ এ ঘড়ি বাজারে আসবে। ক্যাসিও জানিয়েছে, ঘড়িটির দাম পড়বে ২৩১ ডলার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।