আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ প্রত্যাশা ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ পর্বত ললাট, শিলা, শিখর, যখন ঘুমিয়ে পড়ে পাহাড় এবং পাদদেশে পিনপত্তন নিস্তব্ধতা! জলাভূমির নীরবতায় বয়ে চলা; প্রতিটি গুল্মের অধীনে পশুর রাত্রি যাপন এবং মৌমাছির দল তাদের মধুমাখা আরামের আস্রয়ে গুপটি মেরে থাকা; রক্তবর্ণ সমুদ্র মাছ যেন ভাসে মৃত প্রায় পাখিরা, ডানার ভাঁজে মাথা লুকোয়। শুধু আমি, জেগে থাকি একটি সুন্দর ভোরের প্রত্যাশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।