এই পোস্টে শুধু রাতের বেলায় তোলা কিছু ছবি শেয়ার করলাম । পরের পোস্টে প্যারিসের বিভিন্ন জাদুঘরের ও দর্শনীয় স্থানের ছবি শেয়ার করবো । কেমন লাগলো জানাবেন কিন্তু . ১. ২. উপর থেকে তোলা Place de la Concorde এর ছবি .রাতের বেলায় গাড়ি সাদা আর লাল লাইটের আলোতে আরো বেশি ভালো লাগে. ৩. ৪. ৫. Place de la Concorde- উপরের ছবি গুলো প্যারিসের এক প্রধান পাবলিক স্কোয়ার Place de la Concorde এর . এটির আয়তন প্রায় ৮.৬৪ হেক্টর .১৭৫৫ সালে এটি Ange-Jacques Gabriel নামক এক স্থপতি দ্বারা নকশা করা হয় . ৬. ৭. ৮. NOTER-DAME-DE: ফ্রান্সের কুমারী মেরির উদ্দেশ্যে নিবেদিত একটি প্রাচীন গির্জা। এইটি গোথিক জাতিদ্বারা নির্মিত অন্যতম প্রাচীন গির্জা। এর নির্মাণকাল ১১৬৩-১৩৪৫। এর উচ্চতা ১৩০ মিটার (৪২৭ ফুট)। এর ঠিক বিপরীতে অবস্থিত নটরডেম কেম্পাস. ৯. এই নটরডেম কেম্পাসের প্রবেশ পথ . ভেতরটা ঘুরে দেখার ইচ্ছে ছিলো কিন্তু রাত হয়ে যাবার কারনে যাওয়ার অনুমতি নেয়া সম্ভব হয় নি . ১০. ১১. ১২. HOTEL DE VILLE :এটি প্যারিসের সিটিকর্পোরেশন অফিস. এটি 1357 সাল থেকে প্যারিস এর পুরসভার হিসেবে পরিচিত. ১৩. এই টাওয়ার টি Saint-Jacques Tower নামে পরিচিত . এটির নির্মান কাজ শুরু 1509 সালে আর শেষ 1523 সাল. Saint-Jacques Tower নির্মান করেন রাজা ফ্রান্সিস আই জেমস. ১৪. ১৪.১ The Fontaine du Palmier (1806-1808)> এই মনুমেনটা তৈরী হয় নেপোলিয়ন বোনাপার্টর স্মৃতিরক্ষার উদ্দেশ্যে. কারন তখন তিনি ওই এলাকার মানুষের জন্য তাজা পানীয় জলের বেবস্থা করেন . ১৫. ১৬. এটি রাতের বেলায় তোলা লুভর মিউজিয়ামের বাহিরে দিকের কিছু অংশের ছবি. ১৭. ১৭.১ Seine: Seine নামক এই নদী প্যারিসকে ঘিরে রেখেছে. আর এই নদী মাঝে অবস্হিত নটরডেম চার্চ .নদীর মাঝে বাধ দিয়ে নদীকে দুই ভাগে ভাগ করে ঠিক মাঝে তৈরী করা হয়েছে নটরডেম চার্চ. ১৮. Institut de France: এটি ফ্রান্স এর ভাষা শিখার সব চেয়ে বড় প্রতিষ্ঠান .এই প্রতিষ্ঠানটি ফ্রান্স এর প্রায় ১০০০ ফাউন্ডেশন পরিচালনা করে থাকে যার মধ্যে বিভিন্ন মিউজিয়ামও অন্তর্ভুক্ত.২০০২ সালে এর বাজেট প্রায় 5,028,190.55 ইউরো. ১৯. এটি লুভর মিউজিয়ামে প্রবেশের ৪ নাম্বার প্রবেশ পথ . ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।