আমাদের কথা খুঁজে নিন

   

যার যায় সেই জানে

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই নতুন বছরের দরজাটা খুলতেই এমন এক অশুভ দিন দু:স্বপ্নের অধিক সে, অসময়ে বিদায় নিদারুণ সন্ত্রাস স্লুইসগেট খুলে চোখের জল ঝরিয়ে সাধ মেটে না তার প্রেমিক ছিলাম কোন দিন মনেই পড়ে না সুখে ছিলাম কখনো মনেই পড়ে না এ জনমের সমস্ত আহ্লাদ জীবনের অতিপৃক্ত রস সাদা কাপড়ে মেখে নিয়ে দূর দেশে অযত্নে ফেলে রেখে আসে কবি নই, প্রেমিক নই, মানুষ হলেও বেঁচে আছি বেদনার ভার পিঠে বয়ে নিয়ে আমার কলম চলছে না মন অন্যদিনের মত কথা বলছে না, যার যায় সেই শুধু জানে সামাজিক রীতিতে সৎকার শেষে বাড়ি ফিরে যায় অন্যরা --- ড্রাফট ১.০ / বছরের শুরুর প্রহরে এক মৃত্যু / কমেন্টের উত্তর দিতে সময় নেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।