আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট: হোটেল

আমার ব্যক্তিগত ব্লগ পুরানো ডায়রী থেকে তুলে দিচ্ছি, আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম: বিকালে সিলেটে পৌছলাম। স্টেশনটা ছোট। অবশ্য ঢাকার তুলনায় অন্য সব স্টেশন ছোট মনে হওয়া স্বাভাবিক। স্টেশন থেকে বের হয়ে আব্বা কোন হোটেলে উঠবেন, সেটা নিয়ে স্কুটার ওয়ালার সাথে আলোচনা শুরু করলেন। আব্বার এক সহকর্মী হোটেল শাবান এর নাম বলেছিলেন।

আমি এ কারনে এই হোটেলের নাম বললাম। স্কুটার ওয়ালা বলল ভাল হোটেল। আব্বা এটাতেই যাবার জন্য মনোস্থির করলেন। স্টেশন থেকে হোটেলটা বেশ দুরে। যেতে যেতে ক্ষুধায় কাহিল হয়ে পরলাম।

হোটেলে পৌছে দেখলাম, এরনাম শাবান নয় শাহবান। আমার আগেই সন্দেহ হয়েছিল নামটা নিয়ে। হোটেল ম্যানেজারকে আব্বা বললেন, আমরা নিরিবিলি পছন্দ করি। ম্যানেজার কি বুঝলেন কি জানে, আমাদের ডিল্যাক্স ৭ এই রুমটা দিলেন, ৫তলায়। উঠতে উঠতে পা ব্যাথা হয়ে যায়।

চারদিন এই হোটেলে ছিলাম। রুমে ঢুকে দেখলাম, ছোট একটা রুমে ২টা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা সোফা, নানা দুটা সিংগেল সোফা, একটি টেবিল। রুম মোটামুটি ভাল। বয়কে ডেকে সাবান আর টিস্যু দিতে বললাম। (চলবে) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.