অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। স্বপ্নের মাঝে মাঝে.........
অচেনা সুর বাজে...।
উড়ু উড়ু ...।
।
আমার এই মনে...। ।
দানা বাধা কোন ভয়ে...। ।
অচেনা কোন রাতে ...।
একাকী......।
আমি নির্জনে......।
কাব্যের সুরে সুরে...। ।
মায়াবী বন্ধনে...। ।
আবেগি......।
কোন এক মেয়ে......
দূর থেকে চেয়ে চেয়ে......। ।
আনমনে যাই হারিয়ে...। ।
অবেলায়......
আমি নির্ভয়ে.........
ফুতপাথে চলি একা......।
হয়তবা পাব দেখা.........
জানিনা......
কবে সে কখন.........।
দিন যায় হেসে খেলে...।
।
উপহাসের ডানা মেলে...। ।
নেভে না......।
হৃদয়ের দহন......।
সব শেষে একদিন......
এলোমেলো বৃষ্টিতে...। ।
এসেছিল সে......।
সঙ্গিবিহীন.........। ।
সেদিনের স্মৃতি যেন......। ।
দুচোখে গেঁথে আছে......।
রইবে সে......
চির অমলিন..................।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।