আমাদের কথা খুঁজে নিন

   

আমার নিউ ইয়ার উদযাপন (১৯৯৪ - ২০১২)

বোধি লাভ এর অপেক্ষায় এই নববর্ষ ২০১২ ঘরোয়া ভাবে পালন করা হল। হঠাৎ মনে হল আমার মনে আছে এমন নববর্ষ উদযাপনের কথা বলি। ১৯৯৪ সালে আমার বয়স মোটামোটি ৬ বছর, এর আগে আমি বছর মাস এর হিসেব বুঝতাম না। ১৯৯৪ সালে আমাকে প্রথম বোঝানো হয় ইংরেজি নববর্ষ পালোন হয় ঘটা করে। চট্রগ্রামে থাকতাম সে সময়, আমার ছোট মামা তখন ক্লাস ৮ এ পড়ে ও আর আমার আপু সবাই বের হলাম রাত ১২ টায় , ধামাধাম আতশ বাজি আর রাস্তা ঘাটে গান বাজনা এমন ই দেখেছিলাম! আর সেটা ছিল মামার বন্ধুর সাইকেলের পিছে চড়ে ! ১৯৯৫ সালে রাত এ আমার খেয়াল ছিলনা পরদিন সকাল এ আম্মু বলে ''আজকে থেকে আবার ১ জানুয়ারি কিন্তু খাতায় সাল এর জায়গায় ৯৫ লিখবে'' ১৯৯৬ সালে আব্বুর পোস্টিং হয় গাজিপুরে ওই খানে ক্লাব নাইট হয়েছিল মনে পড়ে।

১৯৯৭ সালে গাজিপুরেই হয় ক্লাব নাইট টাইপ অনুষ্ঠান সেইবার চায়নিজ ডেলিগেট রাও ছিল , ওরা ওদের ভাষার গান গেয়েছিলো। ১৯৯৮ সালের নিউ ইয়ার হয় চট্রগ্রামে আমার নানুর বাড়িতে আবার সে সময় মামা এইচ এস সি পরিক্ষার্থী আবার নানুর বাসার বদল করা হচ্ছিল ওর খুব মন খারাপ। সে নিজ উদ্যোগে রাত ১২ টায় আমাদের সবাই কে ৩/৪ রকমের জুস বানায় দিচ্ছিলো । ১৯৯৯ সালে আমার আপু এস এস সি পরিক্ষার্থী মামার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, মাঝে টিভি ও দেখা যাবেনা, সব মিলায় কেমন যেন ছিল ঐ বছরের শুরু। ২০০০ সাল মানে নতুন শতাব্দী আমার আপু বগুড়া তে খালা রা সহ অনেক মজা করে পালোন করছে, মামা মজা করছে ওর খুলনা ভার্সিটি তে।

এ দিকে ঢাকায় বসে আমার হিংসা আর কস্টের শেষ নাই ৯৯ সালে আমার একটা ছোট বোন হয় আমি বোন কে কোলে নিয়ে সারা রাত বি বি সি আর সি এন এন দেখে কাটালাম! ২০০১ সালে আমরা ১২ তলায় থাকতাম সেই সময় আব্বু আম্মু লন্ডনে ছিলো আব্বুর চিকিৎসার জন্য, আমরা ৩ বোন বারান্দা থেকে ঝুরঝুরি আতশ বাজি নিয়ে ছোট বোন কে দেখাচ্ছিলাম। ২০০২ সালে আমার আব্বু মারা যায় সেই বছর মামা চলে আসে আমাদের মন ভাল করার জন্য। পরে আম্মু আমাদের জন্য রান্না করেন আর ''দি আদার্স'' মুভি টা দেখলাম ২০০৩ সালে আমি ৯ এ উঠলাম নিউ ইয়ার টিউ ইয়ার সব নাকি বাদ !! ২০০৪ সালে আবার চট্রগ্রামে ছোট খালার বিয়ের কারনে । সেই রাতে জি ই সি রোডে ডিয়ারলি তে আইসক্রীম খেয়ে লোক জন দেখে দেখে বাইরে খেয়ে ফিরলাম। ২০০৫ সালে এস এস সি এর সময় বাসাতে তখন টিভি দেখা ও বাদ ২০০৬ সালে আমার দুলা ভাই সহ বাইরে যেতে চাইলে নিরাপত্তার রোষের পড়ে বাসায় ''ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন'' ২০০৭ সালে ৩১ ডিসেম্বর দাদা বাড়ির কাজিন দের সাথে নৌ বিহার যাওয়া আর ফিরার পথের ভোগান্তি, সব মিলায় অন্যরকম ছিল! ২০০৮ সালে হতাশার সাল এইচ এস সি এর খারাপ রেজাল্ট,সব মিলায় আপসেট সেলেব্রেশন! ২০০৯ সালের নববর্ষ গিয়েছিল টেনশনে! কোথায় ভর্তি হব এই সব চিন্তায়।

২০১০ সালের নববর্ষ ছিল অনেক মজার নানা মামা মিলে কেক কাটা কাটি করলাম আর এর পরের দিন আমাদের বাসার কেয়ার টেকার মেয়ে যে কিনা ১৪ বছর আমাদের সাথে ছিল তার বিয়ে হয়। ২০১১ সালে আমাদের ''নেইবার্স পার্টি'' হয় হোম মেড কেক , আর প্রত্যেকে একটা করে ''স্পেশাল ডিশ'' করে একত্রে মিলে আনন্দ করে। ২০১২ সালেও ''নেইবার্স পার্টি'' হয়। আগামী বছর কেমন হবে জানিনা তবে ধারাবাহিক আনন্দ লাভ সব সময় না হলেও নতুন বছর আসার আমেজ সব সময় ই এক!! সবাই কে ''হ্যাপী নিউ ইয়ার'' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।