আমাদের কথা খুঁজে নিন

   

আমার দুঃখের ২০১১ ও গান্ত্রাসবাদীদের কাঁপিয়ে দেয়া ফাটানো কিছু বোমা !

প্রিয় সকল ব্লগার বন্ধুদের জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বিদায়ী ২০১১ সাল ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের একটি বছর। যে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আমার শুধুই হারানোর বছর। ২০১১ তাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় বছর হয়ে থাকবে শুধু দুঃখ ও হারানোর জন্য। তবে আরও একটি বিশেষ কারণে অবশ্যই ২০১১ আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

কারণ হারাতে হারাতে আর দুখের অস্থিরতার মাঝে আমার একটাই পাওয়া ছিল তা হলো 'RaDiO bg24' . আজ যা একটু একটু করে অনেক বড় এক সম্ভাবনার দুয়ার খুলছে। যার সাথে যুক্ত হয়েছে আজ অনেক মানুষ, অনেক বন্ধু। যা হোক ! নিজের কষ্টের কথা না বলে এবার মূল কথায় আসি। আমারা কষ্ট আমারই থাক। ৯০ দশকের শুরুর দিকে ৯২ সালে আর্ক এর প্রতিষ্ঠাতা ও দলনেতা প্রিয় আশিকুজ্জামান টুলু ভাই একসাথে এক অ্যালবাম এ প্রিয় শিল্পীদের প্রিয় গান শোনার জন্য 'স্টারস ১' দিয়ে মিক্সড অ্যালবাম এর যুগের সূচনা করেন।

তারপর থেকে পুরো ৯০ দশক ছিল মিক্সড অ্যালবাম এর একটি ভয়াবহ জনপ্রিয় যুগ। যেখানে স্রোতারা তাঁদের প্রিয় ব্যান্ড ও আধুনিক শিল্পীদের সবাইকে একসাথে পেয়ে যেতেন এবং প্রিয় শিল্পীদের গান এক অ্যালবামই শুনতে পেতেন। আজো বহু মিক্সড অ্যালবাম বের হয় কিন্তু সেই ৯০ দশকের মত দুর্দান্ত মিক্সড অ্যালবাম এই দশকে পাইনি বললেই চলে। গত দশকে স্রোতারা সব অ্যালবাম কিনতে বাধ্য হতেন কারণ প্রতিটা অ্যালবামই ছিল কম-বেশি দুর্দান্ত গান। বিশেষ করে টুলু ভাই, প্রিন্স ভাই ও জুয়েল-বাবু ভাইদের অ্যালবাম গান না শুনেই চোখ বন্ধ করে কিনতেই হতো।

কারণ তাঁদের অ্যালবাম এ সর্বনিম্ন ৭/৮ টি থেকে সর্বাধিক ১২/১৩ (মানে পুরো অ্যালবাম) গান দুর্দান্ত থাকতোই। এবার শুনুন বর্তমান বাজারে খুঁজে না পাওয়া তেমন কিছু মিক্সড অ্যালবাম থেকে নেয়া কিছু দুর্দান্ত গান। যে গানগুলো এখনকার জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পীদের অবশ্যই শোনা উচিৎ। এতে অন্তত তাঁদের একটা ভুল ভাঙবে যে ওরা বর্তমানে স্রোতাদের কত নিম্নমানের গান প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। অথচ গত দশকে নিচের দেয়া গানগুলোর মত অসাধারণ সব গান প্রতি মাসে প্রতি অ্যালবাম এ একের পর এক শ্রোতারা পেয়েছিল যা আজো সেই রেশ মনে ধরে আছে।

আজো সেইসব শ্রোতারা সেই গানগুলোকে নিজেদের কাছে সযত্নে রেখে দিয়েছে। এখনকার শিল্পীদের যারা চরম ভক্ত তাঁরা কি কেউ আজ থেকে ১৫/২০ বছর পরে গত এক দশকের (২০০১-২০১১) প্রকাশিত গানগুলোকে তখনকার প্রজন্মের সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে তুলে ধরতে পারবে? আর যদি পারেও তাঁর সংখ্যা কত হবে? অথচ আমরা ৯০ দশকের সবগান ছাড়াও শুধু যে কোন একটি বছরের গান তুলে ধরতে পারবো সর্বনিম্ন ১০০ এর বেশি। তাই আবার সময় এসেছে জেগে উঠার। আমাদের স্রোতাদের আমাদের কাছে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদেরই। আমরা বেঁচে থাকতে কোনদিন বিদেশি উগ্র সংস্কৃতি ,বিদেশি গান আমাদের মাটিতে শক্ত আসন গড়তে দিবো না, দিবো না এবং দিবো না।

১-নাটোর স্টেশন- জেমস- টুগেদার ২- কত স্বপ্ন এসে ভিড় করে- ফয়সল (অর্থহীন)- ঝড় ৩- সাদা শার্ট পরা- শাহেদ - ঝড় ৪- তোমারই অপেক্ষায়- মেহেদী ও পার্থ- ঝড় ৫- আয়োজন ফুরিয়ে গেছে- পার্থ- আলোড়ন ৬- কিছু বলো না- আইয়ুব বাচ্চু- আলোড়ন ৭- ছোট্ট একটা ঢেউ- জুয়েল - ময়ূরী ৮-ও আকাশ বলে দাও - এস আই টুটুল- রাজকুমারী ৯- ভুল করে পথ ভুলে- ঝলক- রাজকুমারী ১০- সে কেমন মেয়ে- ফ্রম ওয়েস্ট- আবেগ ১১- স্বর্ণালী সন্ধ্যায় দূর অজানায়- ডিফরেন্ট টাচ- আবেগ ১২- বাড়ালে হাত বন্ধু সবাই হয় না- আইয়ুব বাচ্চু - চিঠির উত্তর দিও ১৩- আকাশের কথা হলো- রানা- স্টারস ১ ১৪- হেসে খেলে এই মনটা আমার- মাকসুদ- স্টারস ১ ১৫- একটু পরে নামবে সন্ধ্যা- মাকসুদ- স্টারস ২ ১৬- এই যে মানুষ ভীষণ লোভী - রেশাদ - আমার কথা ১৭- হৃদয় প্রবাসে এক সোনালি নদী- জুয়েল - আমার কথা ১৮- রাত এই রাত কাটে না- আইয়ুব বাচ্চু- কষ্টের ভালোবাসা ১৯- কাব্য কবিতার তুমি শিরোনাম- আগুন- সুতরাং ২০- ফেরারি ফেরারি- জুয়েল - সুতরাং ২১- ভোরের কুয়াশা- জুয়েল - তারকামেলা ১ উপরের সবগুলো গানের পুরো অ্যালবাম পেতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক না করার জন্য অনুরোধ করা হলো - একটি গানত্রাসবাদী রেডিও  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।