আমাদের কথা খুঁজে নিন

   

সালতামামি---২০১১ (ব্যক্তিগত নোট)

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে একান্তই নিজের চাওয়া-পাওয়া দিয়ে বছরটা কেমন গেলো তা সংক্ষেপে মনে রাখার জন্য এই নোটটি রাখা । সবচেয়ে ব্যর্থ যে জায়গায়= পড়া-লিখা সবচেয়ে বড় প্রাপ্তি= মানুষের ভালোবাসা সবচেয়ে আপনজন= মা শিক্ষা = সব মানুষকেই বিশ্বাস করতে নেই সে যত ভালো বন্ধুই হোক না কেনো ??!! নতুনভাবে উপলব্ধি= পরিবারের সদস্যদের ভালোবাসা (আমার জন্মদিন উদযাপন) উৎসাহ = নতুন কিছু বন্ধু হতাশা = মানুষকে এখনো এক ঝলকে চিনতে না পারা হাস্যকর ঘটনা = আমি নাকি লেখক !!! হা হা হা পীড়াদায়ক সৃত্মি = নিজের ক্লাসের কিছু আতেলের ছ্যাবলামি !! সৃত্মির কিছু দিন = ফ্রেব্রুয়ারি০৪,১১ , ডিসেম্বর০৯, বন্ধুদের জন্মদিন উদযাপন , বন্ধুদিবসে হেরিটেজে খাওয়া , হুট করেই পুরাণ ঢাকায় খেতে যাওয়া , লালবাগ কেল্লা ভ্রমণ আরো অনেক !!!!! আচানক ভ্রমণ = কয়েকদিন আগেই সিলেট , জাফলং , মৌলভীবাজার, কুলাউড়া , শ্রীমংগল ভ্রমণ (১০ মিনিটের সিদ্ধান্তে!!) রের্কড = পরিক্ষায় ২৫ নম্বরে ৪ প্রাপ্তি !!!!!! সেরা সময় = পিকনিকে সেইরকম মজা । নিজের লিখা পুথিগান , কবিতা , বন্ধুদের সাথে দলবদ্ধ ডিসকো নাচ !! সেরা বন্ধু = এই তালিকাটা অনেক বড় আবার অনেক ছোটও বটে !! থাক , এটা এখানে প্রকাশ করলাম না । বছর শুরু = স্বপ্ন নিয়ে । মনে হচ্ছিল পৃথিবীর সব পেয়ে গেছি !! বছর শেষ = স্বপ্ন আসলে মাঝে মাঝে স্বপ্ন থাকে না । দুস্বপ্ন দিয়ে শেষ হয় !! বাজে দিন = অনেক গুলি !! তারমধ্যে অন্যতম ফ্রেবুয়ারি ২৪ , সেপ্টেম্বর ২২, মে'র শেষের দিক । চমক = অনেকের সাথে পরিচয় । ফেসবুক ও ব্লগ এর মাধম্যে । বোকা হয়েছি = বন্ধুদের নানান মজায় !!(থাক নিজেরই লজ্জা লাগছে !!) অবাক করা ঘটনা = মেয়েরাও টিজ করে !! মোবাইল বিষয়ক = প্রচুর পরিমাণে মোবাইল ব্যবহার (ফতুর হইয়া গেলাম) সেরা সিদ্ধান্ত= কোন একটি বদ-অভ্যাসকে অভ্যাসে পরিণত করা ও তা ত্যাগ !! ব্লগিং জীবনের সাফল্য = আগামীতে দেখা যাবে । (বলা যাবে না ) সময়ের দাবি = "যুদ্ধাপরাধীদের বিচার চাই "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।