রোদ ভেঙ্গেছে আজ। রাবার বাগানে বৃষ্টি হয়েছিল চাঁদের ধারায় সে সবুজ বৃষ্টিবনে ভেজা বেণী নেড়ে কালো ফুল আমাকে প্লাবিত করেছিল আমার ফড়িং-মন বেশ তো উড়তো নলখাগড়ার বুকে তাতারা রাবুগার কি রকম সুকোমল ধমকে দুরন্ত ইচ্ছের ডানা চেপে ধরেছিলো এক প্রেমিক-পাথর আমি চা-বাগান থেকে তুলে নিয়ে সন্তর্পণে কিছু অভিমান কাঁধের ঝুলন্ত ব্যাগে জমিয়ে রেখেছি যে রকম ঝোলা ছিল কোনো সাহসী সন্তর কাঁধে আর সে পাহাড়ী হাসি সুতোর মাথায় বেঁধে আমি আজো নাটাই হাতড়ে চলি সে নিরেট পিছুটানে প্রেমিক হয়েছি খাঁটি, পাথরের মত হেঁটে চলি পৃথিবীর চুলে রাত জেগে পথ চলি - বুকে বাজে সাঁওতালী-নাচ আমার দৃষ্টিতে ওড়ে পাহাড়ী সবুজ চুল ; মেঘ সেই প্রাচীন রমণী ভেবে এখনো পাথর ভালোবাসি -
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।