ভার্সিটিতে বছর পাঁচেক পার করলাম, অথচ একটা 'থার্টিফার্স্ট'ও ক্যাম্পাসে কাটানো হলো না। আফসোস।
সকালে শাওনকে ফোন করলাম দুইবার, ধরলো না। বোধহয় ঘুমাচ্ছিলো। তার পরই আমি হঠাৎই নিয়তিবাদী হয়ে গেলাম।
দুই বার ফোন করার পরও যখন ধরলো না, তার মানে নিয়তি চাইছে না আজ আমি ক্যাম্পাসে যাই।
হিরক এখনও হলে আছে। স্বর্ণযুগের শেষ সাক্ষী। বিসিএস শিক্ষা ক্যাডার। নতুন বছর শুরু হতে না হতেই ও ভাগবে জীবীকার টানে।
তাই এবারই শেষ সুযোগ ছিলো। হিরকের আমন্ত্রনও ছিলো। কিন্তু সকালের অফিস নিয়ে সাতা-পাঁচ ভাবছিলাম।
বছর খানেক আগেও মনে হতো এইসব পোলাপান ছাড়া কিভাবে বাঁচব। অথচ বেশ কিছু দিন দেখা তো হয়ইনা, ফোনেও কথা হয় নাম মাত্র।
ইচ্ছা ছিলো শাওন ফোন ধরলে ওর সাথে ফাইনার করে শৈবাল, নজরুল, শিপলুদের ফোন করব। কিন্তু প্রকৃতি আমাকে শেষ সুখটুকু দিতে চাইলো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।