আমাদের কথা খুঁজে নিন

   

The Big Lebowski; হাসতেই আছি (মুভি রিভিউ)

"অ্যাবসার্ড" হা হা হা হা হা এখনো হাসতেই আসি সাম্প্রতিক কালে দেখা একটা সেরা কমেডি সিনেমা The Big Lebowski ১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমা প্রথমে পাবলিকের নজর কাড়তে ব্যার্থ হলেও পড়ে ঠিকই হিট খাইসে এবং আই এম ডি বি রেটিং এ হ্যাংওভার(৭.২) কে পেছনে ফেলে দিসে(৮.২)। আমার ব্যাক্তিগত মত হইল, কাহিনী হালকা স্লো কিন্তুক ব্যাপক মজার কমেডি। পরিচালক-Joel Coen, Ethan Coen দুই ভাই ক্রাইম, কমেডি জেনারের এই সিনেমার রান টাইম ১১৭ মিন। এবার কাহিনীর দিকে হালকা আলোকপাত করি, দুই লেবাউস্কি , একটা গরীব(Jeff Bridges), একটা ধনী(David Huddleston)। ধনী লেবাউস্কির নিম্ফমেনিয়াক বউ( টারা রিড ) কিপটা জামাইর কাস থিকা টাকা বাইর করতে না পাইরা, সবার কাস থিকা ধার করে।

এদিকে টাকা ফেরত না পাইয়া সবাই গিয়া গরীব লেবাউস্কিরে ধুমায়া পিডায়। গরীব লেবাউস্কির জিগরি দোস্ত হইল ওয়াল্টার(John Goodman) সব সময় হের মাথা গরম। সে বুদ্ধি দেয় যে গিয়া ধনী লেবাউস্কির কাস থিকা ক্ষতিপূরণ আদায় করব। সে গিয়া ক্ষতিপূরণ না পাইয়া কার্পেট তুইলা নিয়া আসে। এদিকে আবার ধনী লেবাউস্কির বউ কিডন্যাপ হয়।

মুক্তিপন চায় এক মিলিয়ন ডলার। এই টাকা দিয়া তার বউরে ছাড়ায়া আনতে গরীব লেবাউস্কিরে পাঠায় সে। এদিকে ওয়াল্টার কয়, " আসলে সে কিডন্যাপ হয় নাই, নিজেই লুকাইয়া আসে। টাকা মারার ধান্দায়। " সুতরাং দুই দোস্ত মুক্তিপন না দিয়া নিজেরাই টাকা মাইরা দেয়।

এদিকে টাকা না পাইয়া, কিডন্যাপার আঙ্গুল কাইটা পাঠায় ধনী লেবাউস্কির কাসে। কিছু সিন সিনারি ও আছে, সুতরাং সাবধানে দেখতে হইব তো এই ভাবে কাহিনী আগাইতে থাকে ধুম ধারাক্কা কমেডির ভিত্রে দিয়া। কাহিনীর আরও ডাইমেনশন আছে, কিন্তুক কমু না। যদি দেইখা থাকেন তাইলে তো কথাই নাই, আর যদি না দেখা হয় তাইলে দেইখা ফেলেন। মজা পাইবেন সিউর লিংক http://thepiratebay.org/torrent/4149088  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।