ত্রয়োদশ ম্যাচে দশম জয় পাওয়া চেন্নাইয়ের সংগ্রহ ২০ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারাই এখন সবার ওপরে। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে নবাগত হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২২৩ রানের বিশাল সংগ্রহ গড়ে চেন্নাই।
মুরালি বিজয়ের (২০ বলে ২৯) সঙ্গে মাইক হাসির ৪৫ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে হাসিকে (৪২ বলে ৬৭) নিয়ে ১৩৩ রানে দুর্দান্ত জুটি গড়েন রায়না।
তার ৫২ বলের ঝড়ো ইনিংসে ১১টি চার ও তিনটি ছক্কা।
চেন্নাইয়ের তিনটি উইকেটই শ্রীলঙ্কার পেসার থিসারা পেরেরার। তবে সেজন্য ৪ ওভারে তার খরচ ৪৫ রান।
জবাবে পার্থিব প্যাটেল (৪৪) ও করন শর্মা (অপরাজিত ৩৯) লড়াই করলেও লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি স্বাগতিক দল। ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থেমে যায় তারা।
চেন্নাইয়ের পক্ষে ২৮ রানে ২ উইকেট নেন মোহিত শর্মা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।