YOU CAN DO ANYTHING, BUT NOT EVERYTHING ================================ রসায়নের পিরিয়ডিক টেবিলে নতুন মৌল যোগ হয়েছে! আর তার নামঃ "Girl"!!! প্রতীকঃ Gl আনবিক ভরঃ এটা জানার ধৃষ্টতা দেখালে কপালে খারাবি আছে! ভৌত ধর্মঃ ১) যেকোন মুহূর্তে 'ফুটতে' পারে! ২) টাকা, অলংকার ইত্যাদি পেলে নিমেষেই 'গলে' যায়! ৩) যা চায় তার যোগান দিতে না পারলে এর স্বাদ 'তিক্ত' আর পারলে 'মিষ্টি'! রাসায়নিক ধর্মঃ ১) খুবই সক্রিয়! ২) খুবই অস্থির প্রকৃতির; যে কারো সাথে বিক্রিয়া করতে পারে! ৩) প্লাটিনাম, গোল্ড, ডায়মণ্ড ইত্যাদির সাথে সংযুক্তির ক্ষেত্রে দুর্বার আকর্ষণ বিদ্যমান! প্রাপ্তিস্থানঃ বেশিরভাগ সময় আয়নার সামনে ================================ রাস্তা দিয়ে সুন্দরী এক মেয়ের দিকে তাকিয়ে হাটতে হাটতে এক ছেলে হোচট খেয়ে রাস্তার পাশে দাঁড়ানো এক গরুর পায়ের কাছে গিয়ে পড়লো.... মেয়েটি বলল: কি ব্যাপার ভাইয়া, বড় ভাইয়ের পা ধরে কি সালাম করছেন?! উত্তরে ছেলেটি বলল.. . . . . : জি ভাবী.... ================================ একজন ভালো টীচারের গুনাবলী...br /> ১. সপ্তাহে ৩দিন অনুপস্থিত থাকা ২. প্রত্যেক ক্লাসে ১০ মিনিট দেরী করে আসা এবং ক্লাস শেষ হওয়ার ১০ মিনিট আগে চলে যাওয়া ... ৩.কোন হোমওয়ার্ক না দেওয়া... ৪.স্টুডেন্টদের কোন প্রশ্ন না করা... ৫. ক্লাস চলাকালীন সময়ে যখন স্টুডেন্টরা গল্প করে তখন তাদের ডিস্টার্ব না করা... ================================ তালাকের প্রধান কারণ কি ? ⇓ ⇓ ⇓ ⇓ ⇓ ⇓ ⇓ উত্তরঃ বিয়ে। =================================
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।