টিভি দেখাটা কমাতে হবে। বিদ্যুত সাশ্রয় হবে। এর আগে সরকারের পক্ষ থেকে ব্লগ মুছে ফেলার আহবান জানানো হয়েছিলো, ব্লগ কর্তৃপক্ষ মুছে ফেলেছে সব।
এইবার আহবান জানানো হতে পারে তওবা করানোর। সকল নাস্তিক ব্লগারকে তওবা করিয়ে লাইনে আনার চেষ্টা করবে সরকার।
ফেইসবুক ও ব্লগে ‘আপত্তিকর’ মন্তব্যকারীদের ‘তওবা’ করানোর সুপারিশ করেছে ইসলামী চিন্তাবিদ ও আলেমরা, যাতে সায় জানিয়েছে প্রধানমন্ত্রীর কর্যালয়ের গঠিত তদন্ত কমিটি।
রোববার কমিটির সঙ্গে বৈঠকে ব্লগ ও ফেইসবুক ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) অপপ্রচারকারীদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে মামলা করে কঠোর শান্তি দেয়ার সুপারিশ করেন।
‘নাস্তিক’ ও অপপ্রচারকারীদের তালিকা দিয়ে আলেমরা বলেন, “এরা তওবা করলে ভাল, নইলে শাস্তির আওতায় আনুন। ”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইসলামী চিন্তাবিদ ও আলেমদের সঙ্গে বৈঠকে এ সুপারিশের প্রেক্ষিতে কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার বলেন, “তওবা পড়ার সুযোগ দেয়া যেতে পারে, এর পরও তারা এ অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ”
শাহবাগে একটা গণ তওবার আয়োজন করা যেতে পারে কিনা, ভেবে দেখার সময় এসেছে।
পুলিশ ও সরকারী কর্মকর্তার প্রহরায় কিছু বাঘা বাঘা নাস্তিক ব্লগার হুজুরদের হাতে হাত ধরে তওবা করছে, এই ব্যাপারটা কেমন হতে পারে ভাবতেই কেমন জানি লাগছে, চিন্তা করে দেখেছেন?
বিডিনিউজ থেকে কপিপেস্ট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।