ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ কত কি লিখি তোমাকে খোলা চিঠি, তরঙ্গের পাতায়, জানি কখনো পড়বে না তুমি তবুও লিখে যাই মনের বারতা । স্বপ্ন গুলো আঁকি মনে মনে গেঁথে দেই ছোট ছোট শব্দ এক মালায় কবিতা কিংবা গানের সুরে, জানি জানবে না কোন দিন মনের এই ব্যকুলতা, তবুও মনের এই কথা গুলো ভাসিয়ে দেই এই তরঙ্গের মেলায় । হয়তো কোনদিন পৌঁছবে তোমার খোলা দখিণা জানালায়, সুরে সুরে বলবে আমারই কথা তোমার কানে কানে ফিশ ফিশিয়ে। একটা নাম দিয়েছি তোমার নীলাঞ্জনা । কত ইচ্ছে ছিলো, যেদিন গভীর আলিঙ্গনে বন্ধি করবে, নীলাঞ্জনার কানে কানে বলবো- আমি তোমাকে ভালবাসি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।