আমাদের কথা খুঁজে নিন

   

EVE TEASING সে তো পুরোনো দিনের কাহিনী, এখন দিন বদলাইসে না; এখন তো হয় ADAM TEASING (রি-পোষ্ট)

I am the master of my fate, I am the captain of my soul. দেশে এত হইচই এত বিচার-আচার এত খবর হয় খালি মাত্র EVE teasing নিয়া। মাগার, বাঙ্গালী মাইয়ারা তো আর বইসা বইসা tease সহ্য করবার পারে না। তারা নব উদ্দ্যমে মাসুম পোলা গুলারে tease করার মহৎ উদ্দেশ্য বা প্রক্রিয়া হাতে লইয়াফালাইসে। গত কয়েকদিন ধইরা এই সকল কর্মকান্ড আমার চোক্ষের সামনেই ঘটতেসে, কিন্তু আমি সাহস কইরা কিছু কইবার পারিনা; যদি আমি ও টীজ খাই!!!( গত কাল বিকালে হাটতে বের হইসি, তখনি এক ভদ্দর, মাসুম পোলারে দেখলাম দৌড়াইয়া পলায়নরত অবস্থায় জিগাইলাম,"কই যাও?"... অয় কয়ক, "ভাই আমারে দেখলেই অরা (সামনে কয়েকটা মাইয়া দেখাইয়া) অগো লগে যাইবার কয়।" আমি আর কি কমু। EVE teasing নিয়া সরকার এত সোচ্চার, কিন্তু এই EVE teasing এর আড়ালে যে আমাগো সমাজের মাসুম পোলাগুলা রাস্থাঘাটে চলাচল করবার পারতাসে না, এইডা কেও চাইয়াও দেখে না। EVE tease বন্ধ করতে আইন বানাইলো মাগার, ADAM tease কেডায় বন্ধ করবো? অই মাইয়া গুলার কি বাসায় বাপ-ভাই নাইক্কা??/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।