আমাদের কথা খুঁজে নিন

   

এখন আমি গেইম বানাই!

নিতান্তই আজাইড়া মানুষ আমি। কয়েকটা মামুলী গেইম ডিজাইন করেই আমি অনেক খুশি! কেনই বা হবো না খুশি! আঁকিবুকিতে আমি একেবারেই কাঁচা। তবে লেগে আছি! অবশ্যই ভালো করবো একসময়। আরো দুইটা গেইম শেষ হবার পথে! কী মজা!!দুঃখের বিষয় গেইমগুলো আইফোন, আইপ্যাড বা আইপডের জন্য। এটা আমার প্রথম মিনি গেইম যেটার গ্রাফিক্স আমার করা।

পিপড়া মারার এই গেইমটা ভালোই চলেছে। এটারও গেইম আর্টিস্ট আমি! পিচ্চি গেইম মার্বেল টোকাটুকির। এই গেইমটার মেনুর কাজগুলো আমি করছি। গেইমের ভেতরের কাজ করছে সূর্য ভাইয়া। তাছাড়া, কোয়ালিটি অ্যাস্যুরেন্স চেকের জন্য এই গেইমগুলোতেও কাজ করেছি তবে, গেইম আর্টিস্ট হিসেবে না।

কেমন লাগলো জানাবেন না? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।