আমাদের কথা খুঁজে নিন

   

কথা সত্য মতলব খারাপ

নয়া যামানার নয়া পথিক,পথ হারিয়ে ছুটনা দিক্বিদিক মুক্তমন শব্দটি আজ ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। আজকালকার আধুনিকরা শব্দটার সাহায্যে বেশ রকম একটা শুভংকরের ফাঁকি দিয়ে থাকে। শব্দটার ইংরেজী অনুবাদ 'ফ্রি মাইন্ড'। সাধারণভাবে এ শব্দটির অর্থ খুব ভাল। যেমন-একের প্রতি আরেকজনের কুধারণা থাকবে না; কলুষতা ও আবিলতা মুক্ত অকপট বিশ্বাসে ভরে থাকবে মন,সহজ হৃদয়ে একে অপরের কথা,কাজ ও আচরণকে গ্রহণ করবে;একে অপরের সান্নিধ্যে আসবে শঠতা,ভড়ামি বা বর্ণচোরা মনোবৃত্তি মুক্ত হয়েই।

এতো একটা হৃদ্যতাপূর্ণ,আন্তরিক ও মধুর ব্যবহারিক জীবনের জন্য অপরিহার্য। তাইতো কোরআন কারীম কোন কোন অনুমান বা কুধারণাকে পাপ বলে আখ্যায়িত করেছে। এই যে মনের অনাবিল স্বছতা,এরই অধিকারীকে বলা হবে'ফ্রি মাইন্ড' বা মুক্তমনের অধিকারী। অভিধানের আলোকেও এ-ই তার অর্থ হওয়া উচিৎ। কথাটি কতইনা সত্য।

কিন্তু ইদানিং এর মতলবটা খারাপ নেয়া হচ্ছে-তথাকথিত ফ্রিমাইন্ড ও মুক্তমন এর প্রবক্তা আধুনিক ও আধুনিকরা ফ্রি মাইন্ড কথাটিকে 'ফ্রি সেক্স' অর্থে গ্রহণ করেছে। নৈতিক অনুশাসন থেকে যতক্ষণ না কেউ মুক্ত হতে পারছে ততক্ষণ যেন তাদের মানদন্ডে সে মুক্তমনের অধিকারী সাব্যস্ত হতে পারছে না। রমনা পার্কের নিভৃত বৃক্ষের ছায়ায় ভানু মতির খেলা এবং ক্রিসেন্ট লেকের পাড়ে মৃদুমন্দ হাওয়ায় দু'জনে দু'জনার হয়ে যাওয়া এটাই হল বিলক্ষণ ফ্রি মাইন্ড। ভোগের আগে প্রেম প্রেম নিবেদন আর তারপর কলার ছোবড়ার মত কদরহীনভাবে ডাস্টবিনে নিক্ষেপ পর্যন্ত সবই নাকি মুক্তমনের(!) হয়ে থাকে। ফ্রি সেক্স নিতীর যে কোন অনুশীলনকে বৈধ করে নেয়া হয় এই ফ্রিমাইন্ড বা মুক্তমন কথাটার দোহাই দিয়ে।

যে কোন অবাধ যৌনচারিতার বিপক্ষে আপনি নৈতিকতার কথা বলবেন, তাহলে কিন্ত আপনাকে বদ্ধ-মনমানসিকতার অধিকারী বলে ঠাওরানো হবে। একটু পর্দা-টর্দার কথা বলা অথাবা নারী-পুরুষের অবাধ মেলামেশা কিংবা যৌন উদ্দীপক চটুলতায় লজ্জাভাব পোষণ করা সব নাকি মুক্তমনের পরিপন্থী। মনের দুয়ার খুলে দিতে হবে, যেন সেই অবারিত দুয়ার দিয়ে অবাধে প্রবেশ করতে পারে যে কেউ, তা সেটা সাপ বিচ্ছু বা কালকেউটেই হোকনা কেন। আর দু'দিন পর সেই কালকেউটের দংশনে স্ফীত হয়ে উঠুক না মেদবহুল তলদেশ, তবুও থাকবে না কোন বাঁধা-বন্ধন। অবাধ যৌন চাহিদা মিটানোর মোক্ষম যুক্তি বটে! ফ্রয়েড বেঁচে থকলে তার আদর্শের পক্ষে নিবেদিত প্রাণদের এই যুক্তি উদ্ভাবনের জন্য নিশ্চয়ই তিনি এদেরকে পুরস্কৃত করতেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।