সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! ১২ নং বাক্সে ২৯ টা গোলাপ! ঘুরতে ঘুরতে গোলাপটা যখন আমার হাতে! আমি তখন ছোট্ট একটা নীল হাতি! হাতিটার চোখে যেন রূপার জল! জলে সোনালী মাছের ঠোঁট! ঠোঁটের কোনায় অন্ধকার! অন্ধকারে চাঁদের আলো! ভালবেসে আলো বলেছিল তারা! তারাদের আলাপ সংখ্যায় ১২! ১২ নং বাক্সে ২৯ টা গোলাপ! একসাথে- ১২ নং বাক্সে ২৯ টা গোলাপ! ঘুরতে ঘুরতে গোলাপটা যখন আমার হাতে! আমি তখন ছোট্ট একটা নীল হাতি! হাতিটার চোখে যেন রূপার জল! জলে সোনালী মাছের ঠোঁট! ঠোঁটের কোনায় অন্ধকার! অন্ধকারে চাঁদের আলো! ভালবেসে আলো বলেছিল তারা! তারাদের আলাপ সংখ্যায় ১২! ১২ নং বাক্সে ২৯ টা গোলাপ! অ:ট: আমার বাবুটা এসে জিজ্ঞেস করছে মা, ঐ বাক্স গুলো কি? তাকে বোঝালাম ...জানুয়ারী থেকে একটা করে বাক্স আসে।তোমার মনির ভাগ্যে শেষ বাক্সটা! আর মাসের যত দেরীতে জন্ম নেয় তত বেশী গোলাপ পায়। ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।