আমাদের কথা খুঁজে নিন

   

হয় বিদেশে ভাগো নয় তেতে উঠো সংগ্রামে! (তিতাসের কান্না)

দৃষ্টির সর্বোচ্চ ব্যবহারের প্রচেষ্টাঃ দর্শন বাংলাদেশের আত্মমর্যাদার দিকে প্রতীবেশী পরাশক্তির বিষাক্ত তীর। এর অন্যতম নির্মম শিকার পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, তিতাস এবং অচিরেই আরো অনেকেই। অদম্য স্বাধীনচেতা জাতিকে দাসত্বের বেড়াজালে আটকানোর প্রচেষ্টায় কি অপূর্ব সফলতা। দেখুন আজিজ তারেকের এই ব্লগটিতে- তিতাস অভিমুখে আমরা মিছিল করবো। আমরা গিয়ে নিজেরা বাঁধ কেটে দেবো এখনই প্রতিবাদ না করলে অচিরেই আমরা হারাবো আমাদের মর্যাদা। শঙ্কিত বাংলাদেশিরা, এখনই সংগ্রামে অবতীর্ণ না হলে হারিয়ে যাবে আমাদের পরিচয়। বেচে থাকব পদলেহনকারী তুচ্ছ জাতি হিসেবে। আত্মমর্যাদাবিহীন জাতির নিষ্ক্রিয় সদস্য-' বাংলাদেশী' না হয়ে আমেরিকান হয়ে যাওয়াই ভালো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।