জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার ! তিতাস একটা কোন ব্যাপার হল ! এরকম আরও কত হাজার নদী আছে বাংলাদেশে ! পদ্মা, তিতাস এর মত এরকম কয়েকটা নদী মরে গেলে আর এমন কি ! আর এগুলো তো আর খালি খালি মারা হচ্ছে না । দাদা রা আমাদের এতো সহযোগিতা করল , তাদের কৃতজ্ঞতা স্বরূপ ও তো কিছু দিতে হয় । ট্রানজিট , টেলি ট্রানজিট এগুলো ও তো মামুলি ব্যাপার । খালি আপনারা োকা মানুষগুলো এমনি এমনি লাফালাফি করেন !আপনারা সব অকৃতজ্ঞ ! পাশের দেশ থেকে কতকিছু অর্জন করে নিয়ে এলেন আমাদের হাসিনা আপা। আর আপনারা শুধু না বুঝে বেশী কথা বলেন ! বুঝেন ১০০ কোটি ডলার ঋণ কি জিনিশ ! কি , বলবেন তো এই ২ বছরে ওই ঋণ এর ১ ডলার ও দেয় নাই ভারত । আরে ভাই, এতো অস্থির হচ্ছেন কেন ? মইরা যাচ্ছেন নাকি ! দেখেন না, আমাদের বুদ্ধিজীবী, সুশীল সমাজ, নামকরা শিক্ষক আর সংবাদপত্র গুলো !!! দেশের জন্য যেটা দরকার তারা তা-ই করছেন । আগে যুদ্ধাপরাধি গো বিচার হোক !আর বোরখা দেশ থেকে বিলুপ্ত হোক ! মেয়েরা কি অমানুষিক কষ্টেই না আছে বোরখা পইরা ! পরিমল , কানিজ আলমাস এর অপরাধ ও তো তেমন বেশী ছিল না! আর তিতাসের কথা তো আগেই বললাম । কেন যে এসব ছোটখাটো ব্যাপার নিয়ে তাদের বিরক্ত করেন !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।