আমাদের কথা খুঁজে নিন

   

প্রোফাইল-অ্যাডাম গিলক্রিস্ট দা গ্রেট

জ্ঞানের সাগরের এক ফোঁটা জল এখনো গ্রহণ করতে পারিনি। তবুও নিজেকে সবজান্তা বলি। সকলকে কিছু জানাতে পারার জন্যই লিখে থাকি। অ্যাডাম গিলক্রিস্ট, অস্ট্রেলিয়ার সাবেক উইকেট-কিপার ব্যাটসম্যান। সর্বকালের সেরা উইকেট-কিপার হিসেবে তিনি পরিচিত।

উইকেট কিপার হিসেবে তিনি যতটা ভাল ছিলেন ব্যাটসম্যান হিসেবেও তিনি ছিলেন ততটাই অপ্রতিরুদ্ধ। সর্বকালের সেরা টেস্ট ও ওয়ানডে দলেও সবসময়ই তাকে রাখা হয়। পুরো ক্যারিয়ারে তার আক্রমণাত্মক ব্যাটিং ও দারুন উইকেট কীপিং দ্বারা অসংখ্য ভক্ত তৈরি করেছেন। টেস্টএ ৮ নম্বরে ব্যাটিংএ নেমেও তিনি যেই মানের ব্যাটিং করতেন তা তার দলের জয়ে বিশেষ ভুমিকা রাখত। আর একই কারনে ওয়ানডেতে শুরুতেই গিলক্রিস্টকে আউট করতে পারলে বিপক্ষ টিমএর উদযাপন দেখার মত থাকত।

১৯৯৯,২০০৩,২০০৭ তিনটি বিশ্বকাপেই তিনি ৫০এর উপর রান করেছেন। ২০০৭ সালের ফাইনালএ মাত্র ১০৪ বলে ১৪৯ রান করেছেন যেখানে ৮টি ছক্কা এবং ১৩টি চার। অস্ট্রেলিয়ার বহু জয়ে তিনি উল্লেখ্যযোগ্য অবদান রেখেছেন। ব্যাক্তিগত জীবনে তিনি ৩ সন্তানের জনক। ব্যাটিং এ সবসময়ই এরকম আগ্রাসী ছিলেন।

পুরো নাম-অ্যাডাম ক্রেইগ গিলক্রিস্ট ডাক নাম-গিলি, ক্রাঞ্চি জন্ম-১৪ নভেম্বর ১৯৭১ উচ্চতা-৬ ফুট ১ ইঞ্ছি ব্যাটিং স্টাইল-বাঁহাতি রোল উইকেট-বাহাতি ব্যাটসম্যান টেস্ট অভিষেক-৫ নভেম্বর ১৯৯৯ শেষ টেস্ট-২৪ জানুয়ারী ২০০৮ ওয়ানডে অভিষেক-২৫ অক্টোবর ১৯৯৬ শেষ ওয়ানডে-৪ মার্চ ২০০৮ ১৯৯২-১৯৯৪ নিউ সাউথ ওয়েলস ১৯৯৪-২০০৮ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ২০০৮-২০১০ ডেকান চারজারস ২০১০- মিডলসেক্স ২০১০- এখন পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব টেস্ট ম্যাচ ম্যাচ -৯৬টি মোট রান-৫৫৭০ ব্যাটিং এভারেজ-৪৭.৬০ ১০০/৫০=১৭/২৬ সরবোচ্চ রান=২০৪* ক্যাচ/স্ট্যাম্পিং=৩৭৯/৩৭ ওয়ানডে ম্যাচ ম্যাচ-২৮৭ মোট রান-৯৬১৯ ব্যাটিং এভারেজ -৩৫.৮৯ ১০০/৫০-১৬/৫৫ সরবোচ্চ রান-১৭২ ক্যাচ/স্ট্যাম্পিং-৪১৭/৫৫ প্রথম শ্রেণী ম্যাচ-১৯৫ মোট রান-১০,৩৩৪ ব্যাটিং এভারেজ -৪৪.১৬ ১০০/৫০-৩০/৪৩ সরবোচ্চ রান-২০৪* ক্যাচ/স্ট্যাম্পিং-৭৫৬/৫৫ লিস্ট এ ম্যাচ-২৫৫ মোট রান-১১,২৮৮ ব্যাটিং এভারেজ -৩৪.৯৪ ১০০/৫০-১৮/৬৩ সরবোচ্চ রান-১৭২ ক্যাচ/স্ট্যাম্পিং-৫২৬/৬৫ পেশাদার ক্রিকেটএ মাত্র ১২ টি বল করেছেন! ‘True colours ‘ নামে তার আত্মজীবনী প্রকাশিত হয়েছে। অনেকে হইত মার্ক বাউচারএর কথা বলবেন। কিন্তু তার পারফরমেন্স এর সাথে গিলির পারফরমেন্স মিলিয়ে দেখুন। তাহলে বুঝতে পারবেন কে সেরা। **গতকালও একই পোস্ট করেছি।

কিন্তু কি কারনে জানি ভেতরের তথ্য উল্টো-পাল্টে গেছে। তাই আজ ঠিক করে আবার দিলাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।