আমাদের কথা খুঁজে নিন

   

শীত ও অতীত

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। শীতের সকাল বেলা গরম রোদের খেলা তপ্ত করে আমাদের মন; খেজুর রসের পিঠা রসনাতে লাগে মিঠা আহা! মন হয় উচাটন। শিশিরে শীতল ঘাসে স্বপন লইয়া আসে পুরোনো দিনের স্বাদ পাই; কোছরে মুড়কি লয়ে ভাই বোন এক হয়ে খেলিতাম আমরা সবাই। কোথা সেই দিনগুলি ক্রমেই যাচ্ছি যে ভুলি’ শহুরে ইটের মায়া আজ; কঠিন করেছে প্রাণ ভুলে গেছি প্রেম গান বিভক্তিতে মানব সমাজ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।