তত্ত্বাবধায়ক ছাড়াই তো দিব্যি "নিরপেক্ষ" নির্বাচন হচ্ছে! "নিরপেক্ষ" মানে নাকি আজকাল বিরোধী দলের জেতা! তো তাই হোক না! কিছুদিন আগে চার সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় যোগ্য প্রার্থীরাও হেরেছেন! গাজীপুরে হয় আজমত হারবেন, না হয় সামান্য কিছু ভোটে জিতলেও জিততে পারেন! সোনাইমুড়ি পৌরসভাতেও বিএনপি প্রার্থী জিতে ফিক ফিক হেসে মিডিয়ায় ছবি দিয়েছেন, আরও দারুন খবর সিলেটে জিতেছে জামাত-ই-ইসলামী! অতঃকিম? তত্ত্বাবধায়ক সরকারের আর কি দরকার? তত্ত্বাবধায়ক সরকার শুধু অনির্বাচিতই নয়, তারা শুধু শুধু রাজনীতিবিদদের, বিশেষ করে মন্ত্রীদের, এমন কি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের জেলে ঢোকান! তাদের হুকুমে মারধোর পাবলিক না খেলেও নেতারা খান! তাই মনে মনে বড় দুই পাট্টিই "তত্ত্বাবধায়ক সরকার" নামক বস্তুটিকে মনে-প্রানে ঘৃনা করেন! কিন্তু একদল সেটা চান, একদল চান না, বাকি ভেতরের কথা কি করে বলি? ব্যাস, বাংলাদেশে ডেমোক্রেসীর সিংহাসন অটল অক্ষয় হোক! আর হরতালের তালে তালে পাবলিক প্যাঁদানি খাক, গাড়ী ভাঙ্গুক, বাড়ী ও ব্যাবসা পাতি জ্বলুক, স্কুল কলেজ অটো-ভ্যাকেশন, দেশের সম্পদের তেরটা বাজতে থাকুক! তাতে কার বাপের কি? আমরা গাধারা তেনাদের সুখেই তবু সুখী, তেনাদের দুঃখেই দুঃখী!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।